আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির প্রতিদান

সামহোয়ার কে ধন্যবাদ আমার অন্যকে সাহায্য করতে ভাল লাগে, তো অফিসে আমি আমার পাসের ভদ্রলোককে যেটা জানতে চান বলি যদি আমার জানা থাকে এটা সবাই করে। একদিন অন্য ডিপার্টমেন্টের এক ভাইয়াকে আমি একটা ব্যাপার বুঝিয়ে দিলাম এবং তিনি চলে গেলেন, আমাকে আমার কলিগ জানতে চাইলেন কেন ঐ লোককে আমি এসব শিখাচ্ছি? আমি ভাবলাম তাকে বুঝানোর জন্য একটা উদাহরণ দরকার । নতুন পাসপোর্ট বানানোর জন্য আমার বন্ধু সময় পাচ্ছিলেন না কারন আমি তার কাছ থেকে শুনলাম ব্যাংকে টাকা জমা দিতে হয় কাগজপত্র পাসপোর্ট অফিস থেকে এনে সব ইনফরমেশন দিয়ে আবার ভোরবেলা পাসপোর্ট অফিসে গিয়ে লাইনে দাড়াতে হয়। আর এই সব কাজ সম্পাদন করতে কিছুটা সময় লাগে, তবে মজার বিষয় হচ্ছে ব্যাংকের কাজ ও পাসপোর্ট অফিসের কাজ সবই তিনি তিন জন লোকের মাধ্যমে খুব দ্রৃততার সাখে করে ফেল্লেন দুপুর ১২টার মধ্যে কিন্তু অনেকেই ভোর ৫টার আগে গিয়ে লাইনে দাড়িয়ে ছিলেন তারা শেষ করতে পারেন নাই এদিগে আমার কলিগ সকাল সাতটা বাজার কিছুক্ষন আগে গিয়েছিনে সেই যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে। তিনজন লোকের মধ্যে একজন আমার কলিগের বাসার পাসের দোকানদার, একজন ঐ দোকানদারের বন্ধু কাজ করেন পাসপোর্ট অফিসে এবং পাসপোর্ট অফিসে কর্মরত পুলিস কর্মকর্তা যিনি একটা সময় আমার কলিগের পাসের বাসায় ভাড়া থাতেন এবং ঐদিনই তার পাসপোর্ট অফিসে ডিউটি ছিল । দোকানদার ও পুলিস কর্মকর্তার সাথে আমার কলিগ ভাল ব্যবহার করেছেন প্রয়োজনের সময় কাছে গিয়েছেন আর এখন প্রকৃতির প্রতিদান তিনি পেলেন। আমি আজ আমার কলিগের জীবনের এই ছোট ঘটনাটি দিয়ে বল্লাম আমরা যদি সবসময় ভাল কিছু চাই তাহলে আমাদেরকে অন্যকে যুক্তিসঙ্গত সাহায্য করা উচিত তাহলে আমাদের প্রয়োজনে প্রকৃতি আমাদের কাছে সাহায্য পৌছে দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।