বাতাসের শিষ জোনাকির আলো সোঁদামাটির ঘ্রান নিতে নিতে পেরিয়ে যাই আলোক বর্ষ বহমান জীবনের কলতান ফুকুসিমার থেমে যাওয়া নিঃশ্বাস এক নিমিশ চোখ মেলে তাকায় কি যেন খুঁজে তারপর জোনাকির আলোয় নক্ষত্রপুঞ্জের ছটায় নেচে নেচে মিলিয়ে গেলো আপন মনে। জলপাই সবুজ বনে ঝড় উঠে আগুনের লেলিহানশিখা ধেয়ে যায় আকাশ সীমায়। খর কুটো ছাই ভষ্ম উড়ে চোখের সীমানা জুড়ে। সপ্তঋষির চোখ বেয়ে ঝরে জল। ভালোবাসাহীন হানাহানি নিরেট কংক্রিটের জন্য। সবুজ পাললিক মানবতা ভেসে যায় জলে। মানবিক হৃদয় কত দূর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।