আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির কাছে ছবক নাও

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। অশান্তির নিগঢ়ে বাধা এ হৃদয়-মন খুঁজে ফেরে শুধু সুখের প্রলেপ; হাতছানি দিয়ে ডাকে তাই উদার নীলিম রাতের আকাশ-- প্রশান্তবুকে তার কী মধুময় নীরবতা আর প্রদীপ্ত তারাদের ঝলকানি বড়ই ভালোলাগে আমার। বড়ই ভালোলাগে আমার।

। কখনোবা হাতছানি দেয় দিবস কিংবা চাঁদনীরাতের নিসর্গ-নিচয়--- মুক্তকন্ঠ পাখিরা অথবা ফলবান গাছেরা অমোঘ নিয়মেও বাঁধা সূর্যাস্ত-সূর্যোদয়? সুশ্রী চাঁদেরও নেই কোনো আলস্য দেমাগ ঋতুর আবর্তনে দেখো অনিয়ম নেই দিনরাত্রির পালাবদলেও ঘটেনা ব্যাঘাত! কিন্তু পৃথিবী, তোমার দিকে তাকালেই কেনো নড়ে যায় আমার হৃদয়ের তন্ত্রীসকল অশান্তির হিমালয় দোলা দেয় মনে। তোমার বুকে কেনো ওরা বারবার ফেলে অবাধ্য পদভার? হায় বেভুল মানুষ, শান্ত প্রকৃতির কাছে ফুল পাখি নদী আর চাঁদ-সূরুজের কাছে নাও না ছবক। আমরাও সুখের কপোত উড়াই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।