আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান সভ্যতার আরেক চিত্র। এরা বলদের বাচ্চাগুলাই আসে আমাদের ভদ্রতা শেখাতে।

আমেরিকানদের বিচিত্র কাজকর্মের কথা বর্ননা থাকে। সম্প্রতি দেখলাম আমেরিকায় Go Topless আন্দোলন শুরু হয়েছে। Go topless আন্দোলন সম্পর্কে জানেন কী? না জানলে Gotopless.org এর পেজ গেলেই জানতে পারবেন। এটি আমেরিকাভিত্তিক একটি সংগঠন। এরা বলতে চায়, পুরুষরা শার্ট বা গেঞ্জি না পড়ে খালি গায়ে চলতে পারলে নারীরাও চলতে পারবে।

ইতোমধ্যে আমেরিকার অনেক রাজ্যে মেয়েরা শরীরের উপরের অংশের কাপড় না পড়লে আইনি কোনও সমস্যা নেই। অর্থাৎ অই রাজ্যগুলিতে কোনও মেয়ে চাইলেই টপ না পড়ে চলাফেরা করতে পারে। আমেরিকানরা আসলে সভ্য না হয়ে জংলী হয়ে উঠছে। তারপর ও কি এক নেশা। রাত বিরাতে আমিকান এম্বাসীর সামনে লাইনে দাঁড়িয়ে থাকে গাড়ির ব্লু বুক নিয়ে জমি বাড়ির দলিল নিয়ে।

তাদের বুঝাতে চায় দেখ আমার সব আছে তবু আমি তোমাদের দেশে একবার যেতে চাই । প্লিজ আমাকে একবার যেতে দাও। শরীফ তার বাসার বারান্দায় বসে এসব বাংগালীদের দেখে আর করুনার চোখে তাদের দিকে চায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.