আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান জোকস

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience ১ এক সাংবাদিক প্রশ্ন করলেন ওবামাকে-“বুশের আমেরিকা আর বারাক ওবামার বদলে যাওয়া আমেরিকার মধ্যে মিল কি?” - দুজনেই জনগণের বিনোদনের খোরাকের উৎস। ২ অর্থনৈতিক বিপর্যয় বিষয়ক এক সংলাপ শেষে এক পার্টিতে ওবামা ও মিশেল (ওবামার স্ত্রী)। গান,খাওয়া দাওয়া চলছে। এই আনন্দময় পার্টির মাঝখানে হঠাৎ ওবামা সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন। সাথে সাথে সবাই ঘুরে তাকাল প্রেসিডেন্টের দিকে।

ওবামা স্মিত হেসে পরিস্থিতি স্বাভাবিক করলেও তার মুখের আঁধার যেন কাটছিল না। এবাব মিশেল এগিয়ে এল তার কাছে। ফিস ফিস করে বলল, তোমাকে আর কতবার বলতে হবে যে বাইরের লোকজনের সামনে রাজনীতি বিষয়ে টুঁ শব্দটিও করবে না। ” ৩ নির্বাচনে পরাজয়ের পর আরিজোনায় নিজ খামার বাড়িতে মাছ ধরছেন মিট রমনি। হঠাৎ বড়শিতে ধরা পড়ল এক আশ্চর্য সোনালি মাছ।

ধরা পড়ার পর সে মানুষের গলায় অনুনয় বিনয় করে বলল, : আমাকে ছেড়ে দাও, আমি তোমার যে কোন ইচ্ছে পুরণ করবো। আনন্দে আত্মহারা হয়ে রমনি বলল, : এই বয়সে তো একটাই ইচ্ছে ছিল প্রেসিডেন্ট হবার, তুমি আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দাও। শুনে সোনালি মাছ মৃদু হেসে বলল, : তুমি নিশ্চয়ই জান তুমি কি অসম্ভব প্রস্তাব করেছো ? সময়ের কাছে আর সবার মত আমিও অসহায়। তুমি বরং অন্য কিছু চাও। এবার হতাশ রমনি বলল, : ঠিক আছে তাহলে সব ডেমোক্র্যাটদের কফিনে ভরে নদীতে ভাসিয়ে দাও।

: সব ডেমোক্র্যাটদের !! তোমার কি মাথা ঠিক আছে? এদের মধ্যে কত জ্ঞানী-গুনী-ভাল লোক আছেন...। :ঠিক আছে .., তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তুমি বরং ভালো ডেমোক্র্যাটদের ধরে ভালো কফিনে আর খারাপ ডেমোক্র্যাটদের খারাপ কফিনে ভরে ভাসিয়ে দাও। ৪ ওবামা তার পিতৃপুরুষের নিবাস কেনিয়ায় গেছেন ভ্রমনে। এই মহামান্য অতিথিটিকে পেয়ে কেনিয়া সরকার রাজকীয় ব্যাবস্থার আয়োজন করে ফেলল।

রাষ্ট্রীয় অতিথির জন্য নিয়োজিত স্পেশাল রেস্টুরেন্টের ডিরেক্টর ঘোষনা করলেন, শুধুমাত্র একদিন আগে অর্ডার করলে তিনি যে কোন খাবার পরিবেশন করতে পারবেন। ওবামা জানালেন, জিরাফের মাংস খাওয়ার তার অনেক দিনের শখ। আলু আর জিরাফের মাংস একসাথে ভুনা করলে খুবই টেস্টি হতে পারে বলে তার ধারণা। একইসাথে বেশ লাজুক কন্ঠে এও বললেন, তিনি জানেন যে কেনিয়ায় জিরাফ শিকার আইনত নিষেধ,তবু যদি কোনভাবে ম্যানেজ করা যায়...। পরদিন দেখা গেল, স্পেশাল রেস্টুরেন্টের সামনে একটা জিরাফ বাঁধা।

ডিরেক্টর খুবই লজ্জিত ভঙ্গিতে ওবামাকে বলছেন, : স্যার আপনার অর্ডার অনুযায়ী জিরাফ জোগাড় হযেছে, খালি আলু জোগাড় করতেই একটু সমস্যা হচ্ছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.