প্রায় পনের দিনের পথ পেরিয়ে জাপান থেকে পৌঁছালাম আমেরিকার কলাম্বিয়া নদীতে ৷ জাপান থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে গ্রেট সার্কেল করে একেবারে সেই বেরিং প্রণালীর পাশ দিয়ে আমেরিকায় এলাম ৷
জাহাজটা সাতচল্লিশ হাজার টন ধারণ ক্ষমতার লগ ক্যারিয়ার, আর এই বান্দা আমি হচ্ছি গিয়ে এই জাহাজের Chief Engineer অর্থাৎ কিনা প্রধান প্রকৌশলী ৷একেবারে আনকোরা নতুন জাহাজ, কোরিয়ার হিয়ুন্দাই ডকইয়ার্ড থেকে বানানো ৷ চীফ ইঞ্জিনিয়ার হিসাবে বেশ আরামেই আছি , জাহাজের যন্ত্রপাতি সব ঠিকঠাক চলছে , তবুও নতুন জাহাজে কিছু নির্মানগত আর কিছু ডিজাইনগত ত্রুটি ধরা পড়েছে , সেগুলো সব নোট করে কোম্পানির প্রধান কার্যালয়ে রিপোর্ট পাঠিয়েছি মেরামত করানোর জন্য ৷
তো ইউ এস কোস্টগার্ড এর নানান হম্বিতম্বি আর পরীক্ষা নিরীক্ষা পেরিয়ে শেষমেষ জাহাজ জেটিতে ভিড়িয়ে ,সব কাগজ পত্র আর লগবই লিখে কেবল আমার অফিস কক্ষে এসে একটু আয়েশ করে বসেছি আর অমনি ফোনটা বেজে উঠলো ৷ ফোন তুলতেই শুনি ইঞ্জিন রুম থেকে ডিউটি ইঞ্জিনিয়ারের কন্ঠ, বলছে Ship Chandler এসেছে কিছু যন্ত্রাংশ সরবরাহ করতে ৷ তাকে বললাম, যন্ত্রাংশগুলো ঠিকমত বুঝে নিয়ে Chandler কে আমার অফিসে পাঠিয়ে দাও বিলগুলো সই করার জন্য ৷ কিছুক্ষণ পর Chandler এলো আমার অফিসে , তার সঙ্গে দু
চারটে গল্প গুজব করতে করতে বিলগুলো পরীক্ষা করছি আর সই করছি;
গল্প করতে বেশ ভালই লাগছে এই আমেরিকানের সাথে ৷ কথায় কথায় জানতে পারলাম সে বিয়ে করেনি কিন্তু তার এক বছর বয়সী একটা ছেলে আছে ৷ দুটো চারটে গল্প করতে করতে চায়ের তেষ্টা পেল, তো ভাবলাম তাকেও চা খেতে বলি।
বললাম চা খেতে, সেও রাজী ৷ তবে চা বানাতে গিয়ে দেখি দুধের কৌটা খালি, এত রাতে স্টুয়ার্ড ঘুমিয়ে পড়েছে ভেবে দুধ ছাড়াই দু কাপ চা বানালাম ৷ তারপর এককাপ তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম "দুঃখিত, তোমাকে আজ দুধ ছাড়াই চা খেতে হচ্ছে ৷"
সে জবাব দিল, " আরে তোমার কাছে দুধ নেই তা আগে বলবে তো, এই যে আমার কাছেই তো মেলা দুধ আছে ৷"
আমি অবাক হয়ে ভাবছি সে দুধের কৌটা সাথে নিয়েই ঘুরে না কি?
কিন্তু অবাক হবার তখনও অনেক বাকী ৷ সে করলো কি, চাযের কাপটা টেবিলে রেখে সার্টের বোতাম খুলে ফেললো, তারপর বুকের ভিতর সুন্দর ভাবে হাত ঢুকিয়ে ব্রা'র ভিতর থেকে একটা সুডৌল স্তন বের করে আনলো, তারপর স্তনের বোঁটাটা চায়ের কাপের দিকে তাক করে ধরে স্তনে হালকাভাবে চাপ দিল। চিকন একটা দুধের ধারা চিঁক চিঁক শব্দ করে চায়ের কাপে পড়তে লাগল।
আমি বোকার মত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় চমক ভাঙ্গলো মেয়েটার কথায় ৷
সে বলছে, " তোমার চায়েও একটু দুধ দিয়ে দিই ?"
কী আর বলবো, বলেই ফেললাম "দাও একটু দুধ, এত করে বলছ যখন ৷ সেই কবে মায়ের দুধ খেয়েছি ছোটবেলায়, মনেই পড়ে না, আবার না হয় একটু চেখে দেখি ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।