আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান মুচিদের সুদিন

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

কারো সর্বনাশ, কারো পৌষ মাস। এ প্রবাদটি আবারো সত্যে প্রতিয়মান হলো আমেরিকায় চলমান মন্দা পরিস্থিতিতে। অর্থ সংকটের কারণে এখন অনেকেই ঘনঘন জুতা পাল্টাতে পারছেন না।

এজন্যে তারা ছুটছেন মুচি দোকানে। কালি করার জন্যেই শুধু নয়, করানো হচ্ছে জুতা মেরামত। এমন দৃশ্য নিউইয়র্কসহ বড় বড় শহরগুলোতে একেবারেই অপরিচিত ছিল। খুব কম সংখ্যক আমেরিকান জুতা মেরামত করতেন। এ কারণে মুচির দোকানগুলোতে বিভিন্ন শ্রেনীর লোকের ভীড় হচ্ছে, প্রতিদিনই লোক বাড়ছে, ভীড় বেড়েই চলেছে।

গত ৩/৪ মাসে অনেক বেশী গ্রাহক আসছেন। তারা দামী জুতা/স্যান্ডেল হাতে নিয়ে আসছেন। কেউ কালি করাচ্ছেন, কেউ তা মেরামত করাচ্ছেন। শো সার্ভিস ই›সটিটিউট অব আমেরিকার প্রেসিডেন্ট জন ম্যাকললিন বলেছেন, একশ/দেড়শ ডলার দামের জুতা এখন আর ফেলে দেয়া হচ্ছে না একটু পুরনো হলেই। কিংবা যে জুতাগুলো ফেলে দেয়ার জন্যে সেল্্ফে রাখা হয়েছিল তা এখন পলিশ করানো হচ্ছে ব্যবহারের জন্য।

আর্থিক মন্দার কারণে জুতা বিক্রেতারা নাজুক পরিস্থিতির সম্মুখীন হলেও মুচিদের ব্যবসা জমেছে। আমেরিকার প্রধান প্রধান সিটিগুলোতে ৭ সহস্রাধিক জুতা মেরামত কেন্দ্র রয়েছে। এর প্রতিটিতেই সমানভাবে ভীড় বেড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.