আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান আইডল

চলছে গাড়ি যাত্রাবাড়ি।

অনুষ্ঠিত হচ্ছে গানের রিয়েলিটি শো-আমেরিকান আইডল। বিভিন্ন পর্বের বাছাইয়ের পর নির্বাচিত করা হয়েছিলো ২৪ জনের একটা টিম। সম্প্রতি সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ১১ জনে নিয়ে আসা হয়েছে। সেই ফাইনালিস্টদের মধ্যে একজন হলো, 'লউরেন আলাইনা'।

বর্তমানের পুরো আমেরিকা জুড়ে সে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তার গানের প্রতিভা নয়, আলোচনার মূলে আসার আরো একটি কারণ হলো তার বয়স। মাত্র ১৬ বছর বয়সী এই গানের প্রতিভা, ছোট্ট লউরেন এখন ফাইনালিস্ট ১১-এর লিস্ট এ। তবে, সেখান থেকে ইতিমধ্যে আরো ২ জন বাদ গেছে। আমেরিকান আইডলের ফাইনাল সিলেকটেড মেম্ববারদের ভেতর একমাত্র সে-ই সর্বকনিষ্ঠ।

> প্রাঞ্জল সেলিম <
লউরেন আলাইনা, জরজিয়া টাউনের রোজভ্যালি শহরের মেয়ে। আমেরিকান আইডল ২০১১-এর জন্য সে অডিশন দিয়েছিলেন ন্যাশভ্যালি লোকেশন থেকে। তার সাথে আরো ৪০ জন সেই এলাকা থেকে অডিশন দিয়েছিলো আমেরিকান আইডল সিজন ১০-এর জন্য। মোটেও নার্ভাস ছিলো না মেয়েটি। বরং শান্ত মনে স্টিভেন টেইলরের গাওয়া একটি জনপ্রিয় গান, 'ডোন্ট ওয়ানা মিস এ থিং' আপন মনে গাইছিলো।

তার মনে একটাই চিন্তা, যদি কোনো সুযোগ পেয়ে যায়, তবে সর্বোচ্চ চেষ্টা করবে সেটা কাজে লাগানোর। তার স্বপ্ন_আমেরিকান আইডল ২০১১ হবে সে। লউরেনের বায়োগ্রাফি লউরেন আলেনা, ১৯৯৪ সালের ৮ নভেম্বর জর্জিয়া শহরে তার জন্ম। তার বাবা, জে.জে সুডেড পেশায় একজন টেকনিশিয়ান। এবং মা, ক্রিস্টি হাউজওয়াইফ।

সে পড়াশোনা করে জর্জিয়া শহরের লেকভিউ ফোর্ট ওগলেথ্রোপ হাইস্কুলে। তার গানের জগতের অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার কাজিন, হলি উইথড্র। হলি উইথড্র ব্রেন টিউমারে আক্রান্ত। এবং ৬-৭ বছর থেকেই সে অবগত তার গানের প্রতিভা সম্পর্কে। আমেরিকান আইডল চলাকালীন সব প্রতিযোগিতাগুলোতে প্রথম স্থানে ছিলো এই ছোট্ট মেয়েটি।

এ ছাড়াও সে উইনিস্টার নামের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়ও অংশ নেয়। আইডল প্রোগ্রামে লউরেনের একজন প্রিয় মানুষ আছে, যার পারফর্মেন্স তার খুব ভালো লাগে, তিনি হলেন, ক্যারি আন্ডারউড। একই সাথে তার সৌন্দর্য ও সংগীত প্রতিভা তাকে আকৃষ্ট করে। একবাক্যে দর্শক মাতানো সব গুণই তার ভেতর আছে। লউরেন আলাইনা কান্টি ও পপ ধাঁচের গান করতে পছন্দ করে।

তার এ অনুষ্ঠানে প্রিয় একটি মুহূর্ত তার নিজেরই গাওয়া স্টিভেন টেইলরের গান, 'ডোন্ট মিস এ থিং'। নিজের সম্পর্কে মন্তব্য করে সে বলে, 'আমার গান অরিজিনাল ও ইউনিক। যখনই আমাকে করো দরকার হবে, আমি হাজির থাকবো'। আমেরিকান আইডল ২০১১-তে ওপেন কমেন্ট হিসেবে সে এমনটা বলেছে। লউরিনের গানের প্রতিভা ও বর্ধিত হাসিমুখ তাকে আরো সুন্দর করে তোলে।

অনেকের ধারণা হয়ে গেছে যে, লউরেন ভবিষ্যতের ক্যারি আন্ডারউড। এবং ছোট্ট এই মেয়েটি বরাবরই ভোটে এগিয়ে রয়েছে, শুরু থেকেই। আমেরিকান আইডলের গানের অনুষ্ঠানের বিভিন্ন অংশের স্মৃতি হিসেবে জন এল্টনের সাথে কনসার্টের কথা বলা যায়। লউরেন খুব দক্ষতার সাথে জন এল্টনের শো-তে পারফর্ম করেছিলো। এবং প্রিন্সেস ডায়ানার সম্মানে গান পরিবেশন করেছিলো।

আমেরিকান আইডলের ফাইনালিস্টের মধ্যে যতজন ছিলো, তাদের মধ্যে থেকে ছেঁকে বের হয়ে আসা একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যপার ছিলো তার কাছে। ৯ জনের মধ্যে আসা অবশ্যই তার জন্য খুব ভালো একটি দিক বলা যায়। সেই সাথে তার আমেরিকানদের অপেক্ষা, ছোট্ট লউরেন কি হতে যাচ্ছে ২০১১-এর আমেরিকান আইডল?! কান্ট্রি সং গাওয়ার জন্য লউরেনকে জাজদের অসংখ্য প্রশংসার মুখে পড়তে হয়। জাজ র্যান্ডি তার সম্পর্কে বলেছেন, 'সেসিটিভ'। স্টিভেন বলেছেন, 'ইট ওয়াজ পারফেক্ট' এবং জে লো বলেছেন, 'ইউ ওয়্যার গর্জিয়াস, বেবি।

দ্যাট ওয়াজ অ্যামেইজিং'। লউরেন আলাইনার অনুপ্রেরণা ও আমেরিকান আইডলে আসার মূল কারণ ছিলো তার কজিন হলির জন্য ফান্ড রেইজ করা। এবং সে তার প্রতিভা নিয়ে এগিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি ফাইনাল বাছাইয়ের রাতে সবাইকে মাতিয়ে ছিনিয়ে নিতে পারবে আমেরিকান আইডল ২০১১-এর খেতাব! এমন প্রশ্ন সবার মনে। সেই সাথে সবার আশা, একদিন হলিউডের কোনো ফেমাস গানের জন্য সে হবে খবরের শিরোনাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.