নদীতে বাঁধ দিলে জোয়ারের সৃষ্টি হয় । জোয়ার বাঁধ দিয়া রাখা যায় না । তুমি যতই বাঁধ দিবে ততই জোয়ার শক্তিশালি হবে । একদিন জোয়ার এর সৃষ্টি হবে । সেই জোয়ারের সহকামি হয়ে নিজেকে উৎসর্গ করব ।
আজ হুদা ভাইয়ের মন বেশ খারাপ । হটাৎ করে হুদা ভাইয়ের এর মন টা প্রেম এর জন্য উথলে উঠিয়াছে । প্রেম করার জন্য প্রেমিকা চাই । এদিকে হুদা ভাইয়ের বন্ধু গন প্রেমের জোয়ারে হাবুডুবু খাইয়া সাতার না জানার দরুন সলিল সমাধি হইয়া গেছে ।
গোপন সুত্রের ভিত্তিতে হুদা ভাইয়ের বাবা অবহিত হইয়া হুদা ভাইকে কে স্বশরীরে উপস্থিত করান হইল ।
এইসব আমি কি শুনিতেছি ? তুমি নাকি প্রেম করিবার অপচেষ্টা করিতেছ ?
আমি বীর পুরুষ । আমি কোন কিছুতে ভয় পাই না । পিতার সামনে আমি সত্য কথা বলেতে পিছ পা হব না ,আমি প্রেম করেতে চাই ।
আহা রে আমার বীর পুরুষ , তোমার মত বীর পুরুষ কে নিয়া আমি সত্যি লজ্জিত , পড়ালেখার যোগ্যতা নাই ,প্রেম করিবার যোগ্যতা আছে । এখন এ বাসা থেকে বের হয়ে যাও ।
এরূপ অপমানিত হইয়া হুদা ভাই তৎক্ষণাৎ গৃহ ত্যাগ করিল । কিন্তু যাইবে কথায় ? আমার কাছে কাঁদতে কাঁদতে উপস্থিত হইল । আমি কইলাম কি হইছে হুদা ভাই ? আপনি কাঁদছেন কেন ? তিনি বলিলেন বাবা বাহির করিয়া দিছে ।
- কিসের জন্য ?
- প্রেম করিবার জন্য । আমিপ্রেম করিতে চেয়েছিলাম ।
ভাই আপনি বলুন আমি পড়া লেখা পারি না বলে আমার কি প্রেম করিতে মনে চায় না ?
- হুম , প্রেম তো ভাল কথা , আঙ্কেল এর এমন কথা বলা উচিত হয় নাই ।
- ভাই এখন কি করব ?
- আপনি এখানেই আজ থাকেন । দেখি কি হয় ?
সকাল গড়িয়া বিকাল হইয়া গেল । হুদা ভাইয়ের পিতা হুদা ভাইকে খুজিয়া খুজিয়া নিরাস হইয়া কাদ গলায় বলল ," হুদা ,তুমি কোথায় বাবা ? তুমি প্রেম করিবে । আমি ও তো প্রেম করেছিলাম , ছ্যাকা ও খাইয়াছিলাম ।
আমি এরূপ শুনিয়া হুদা ভাইকে তার বাড়িতে পাঠিয়ে দিলাম । এভাবে হুদা ভাই পিতার কাছে প্রেম পাশ করিল ।
হুদা ভাই এখন প্রেমিকা খুজেতে বাহির হল । এক খানা কন্যা পাইল বটে । কিন্তু যতই দিন যাইতে লাগল ততই হুদা ভাই অপেক্ষা হুদা ভাইয়ের এর মানি ব্যাগ এর প্রতি ভাল বাসা প্রকাশিত হইতে লাগল ।
হুদা ভাই এইবার নিরাশ হইয়া গেল । হুদা ভাই আমার কাছে আসিয়া বলিল , ভাই কি করব ? আমি বলিলাম ছোটদের সাথে প্রেম কর ।
হুদা ভাই তাতে রাজি হইয়া গেল ।
অতঃপর ..................
- এই বাবু আমার সহিত প্রেম করিবে ?
- আমি বাবু না ,
- ও আচ্ছা
- প্রেম করিতে পারি কিন্তু প্রতিদিন আমাকে চকলেট , চিপস কিনিয়া দিতে হবে
- (স্বগত ) ( যাই হোক ) আমি রাজি
এভাবে হুদা ভাইয়ের এর প্রেম ভাল ই যাইতেছিল । হটাত একদিন ছোট মেয়ে টা আসিয়া কহিল নতুন বাজেট হইছে , আমার খরচ বাড়িয়া গিয়াছে ।
ইহা শুনিবার মাত্র সেই প্রেম এর ও সলিল সমাধি ঘটিল ।
একদিন হুদা ভাইয়ের মোবাইল এ এক নারি কণ্ঠ !
-হ্যালো
_ হ্যালো , কে বলিতেছেন ?
- আমি স্মৃতি ।
( বছর দুয়েক আগে হুদা ভাই একবার প্রেমার্ঘ নিবেদেন করিয়াছিল । কিন্তু স্মৃতি টা গ্রহন করে নি । আজ এত দিন পর ফোন দেওয়ায় হুদা ভাইয়ের পুরাতন প্রেম নতুন করে জাগিয়া উঠিল ।
)
- ও স্মৃতি । কেমন আস ?
-ভাল । আপনি ?
-এইতো মোটামুটি ।
আপনার জন্য একটা সারপ্রাইজ আছে
-কি?
আমার ছেলের ১ম জন্মদিন , আপনার আমন্ত্রণ রইল ।
ইহা শোনার পর হুদা ভাই আর কোন কিছু বলিল না ।
এর পর থেকে হুদা ভাই আর প্রেম ..............................
আমার আগের লেখা হুদা ভাইয়ের এভারেস্ট যাত্রা Click This Link
_ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।