নিজেকে নবগঠিত দল বিএনএফের চেয়ারম্যান দাবি করে আসা হুদা মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি বলেন, “নবম সংসদের মেয়াদ শেষের আগেই দশম সংসদ নির্বাচন করেছে সরকার। কাজেই এটা মধ্যবর্তী নির্বাচন। ”
এই নির্বাচন বাতিল করে দশম সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুদা বলেন, “তা না হলে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে যাবে। ”
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় কয়েক বছর আগে বহিষ্কার করা হয় সহসভাপতি নাজমুল হুদাকে।
দশম সংসদ নির্বাচনের আগে বিএনএফের চেয়ারম্যান হিসেবে সক্রিয় হন তিনি।
তবে নাজমুল হুদা এক পর্যায়ে বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করলে দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ চেয়ারম্যান হুদাকে বহিষ্কার করেন। আজাদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।
আজাদ ‘ক্যু’ করে নিজেকে বিএনএফের চেয়ারম্যান ঘোষণা করেছেন বলে দাবি করেন তিনি।
নাজমুল হুদা বলেন, “বিএনএফ তাকে (আজাদ) নির্বাচন বর্জনের নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে ‘তথাকথিত’ নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছেন। ”
‘দলের নির্দেশ’ অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।