আমাদের কথা খুঁজে নিন

   

এবার বৌরে নিয়ে ঘুরে আসেন ঝুলন্ত Infinity Pool থেকে!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে বিবাহের মধুকাল গত হবার পর বৌ রাগারাগি করলে সে থেকে মুক্তির জন্য একটা পোষ্ট দিয়েছিলাম বৌ রাগ করছে?? বৌরে নিয়া খানাপিনা করে আসেন গাছের মগডাল রেস্টুরেন্টে!! নামে। সেই পোষ্টের পর অনেক হবু জামাইরা জানতে চেয়েছে হানিমুন আইডিয়ার বিষয়ে। সে অনুরোধের ঢেঁকি গিলেই এই পোষ্ট ইন্দোনেশিয়ার বালি দ্বীপের Ubud Hanging Gardens Hotel এ বিভিন্ন স্তরে তৈরি করা ইনফিনিটি হ্যাঙ্গিং পুল। পুলের সামনেই পাহাড়-সবুজ প্রকৃতি। সেই পাহাড়ের আদলে এই পুলের স্হাপত্য। সামনেই পড়ে এক মন্দির (খটোমোটো নামের এই মন্দিরের নাম Pura Penataran Dalem Segara)। হোটেলের প্রত্যেকটি ভিলার সাথেও আছে প্রাইভেট পুল। এরকম মোট ভিলা আছে ৩৮টি। আর হানিমুনে বিড়াল মারা মারি নিয়ে যদি মারামারি হয়...তবে মনে রাখবেন এরকম ঝুলন্ত জায়গা থেকে যে কেউই স্লিপ খেয়ে পড়ে যেতে পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.