আমি উত্তম নই আমি অধম ও নই আমি যা আমি আতেই সন্তুষ্ট কেউ আমার সাথে লাগতে না আসলে আমি লাগতে যাই না দেয়াল তোমার আমার মাঝে যে আজ বড়ই কঠিন দেয়াল হয়তো এটাই হবার ছিল এটাই বিধির খেয়াল!! স্বপ্ন গুলো হঠাৎ করে ভেঙ্গে কেন যায় ঘুম যে আমার ভেঙ্গে গেল বড়ই অবেলায়!! ইচ্ছে আমার স্বপ্ন দেখতে আবার ঘুমিয়ে যাই সেই স্বপ্নে তোমার তুমিকে আমার করে চাই!! বোকা আমি বড়ই বোকা আমার চাওয়াগুলো যে যাওয়ার সে চলে যাবেই শুধু রবে স্মৃতির ধুলো .............................................................. স্বপ্ন আমার স্বপনে সে আসে আবার যায় চলে যখন আমি জাগি আমার সুখ গুলো সব তাকে দেব হব তাঁর সকল দুখের ভাগি! ভালোবাসার শূন্য খাতা অনেক লেখা যে বাকি সে যে কোথায় যায় হারিয়ে দিয়ে আমায় ফাকি! আবার যদি খুজে পাই যে তারে হারাব না দিচ্ছি কথা আমি এই বারে! তাঁর জন্য হাজার রাতের প্রতীক্ষাতে আমি আমার মনের সকল কথা জানে অন্তর্যামী!! তাঁর কল্পনায় হাসি আমি তাকে ভেবেই কাঁদি একদিন সে আমারি হবে সে আশায় বুক বাঁধি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।