আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল বালক

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা দেয়াল বালক ! আমার চোখের দিকে তাকাও ! তোমার জন্য এক আকাশ তৃষ্ণা পুষে রেখেছি ! তোমার চোখের নদীতে ডুবে মরার সাধ আজন্ম ! আমি জানি এই তৃষ্ণা , তৃষ্ণাই রয়ে যাবে ! তোমাকে ছোঁয়া আমার কোন কালেই হবেনা ! তুমি যে দেয়াল বালক ! তোমার দেয়াল বুকে আমার ছায়া পড়ে ! গভীর রাতে আমার চোখ থেকে অস্রু ঝরে ! এক চিলতে সপ্ন বুনে বুনে আলপনার রঙ মেখে , দেয়াল বালকের বুকে লিখে যাই ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।