সাহিত্যাকাশ হতে আজ একটি নক্ষত্র ছিটকে পড়ল ! কিন্ত আশ্চার্য ব্যাপার জানেন কি, সেই নক্ষত্রের দ্যূতি সহস্র আলোক বর্ষ পেরিয়ে,মহাকাশের আঁধার পথ মাড়িয়ে এসে পড়ল এই বাংলার সবুজ দূর্বাঘাসের ডগায়, হয়ত সেই নক্ষত্রটিকে আর শশরীরে দেখা যাবে না, কিন্ত তার তিব্র আলোকছটা আলোকিত করে রাখবে এই নশ্বর গ্রহটিকে । নক্ষত্রটি তার ‘নন্দিত নরক’ থেকে বের হয়ে শেষ ‘দেয়াল’ টেনে দিল এই মহাবিশ্বের সাথে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।