আজকে হুমায়ূন আহমেদের "দেয়াল" রচনাটি পড়লাম। অসাধারণ।
এবইটি পড়ে কয়েকজন মানুষের উপর আমার শ্রদ্ধা জন্মে গেলো। আপনাদের জন্মাবে কিনা জানিনাঃ
১। হুমায়ূন আহমেদ নিজে (নির্লিপ্ত ভঙ্গিতে নিরেট সত্যকে তুলে ধরার চেষ্ট করার জন্য)
২।
কর্ণেল তাহের ও তার পরিবার (মুক্তিযুদ্ধ, সাহসিকতা ও মানবিকতার জন্য)
৩। আন্ধা হাফেজ (বাড়াবাড়িকে সহ্য না করতে পারার জন্য)
৪। মেজর খালেদ মোশাররফ (সাহসিকতা ও রক্তপাতহীনতার জন্য)
৫। তৎকালীন আইজি প্রিজন নুরুজ্জামান (তার তাৎক্ষণিক রিপোর্ট ও উৎকন্ঠিত যোগাযোগের জন্য)
৬। আদর্শলিপি প্রেসের উত্তরাধিকারী শফিক (যদিও জানিনা বাস্তবে উনি ছিলেন কিনা)
৭।
আদর্শলিপি প্রেসের প্রাক্তন মালিক রাধানাথবাবু (ঐ)
তবে আমার কাছে মনে হয়েছে, মৃত্যুর আগে হুমায়ূন আহমেদ সবচেয়ে অসাধারণ এক সৃষ্টি জাতিকে উপহার দিয়ে গেলেন। এত সুন্দর গল্পময় ভঙ্গিতে উপস্থাপনা উনার বাকি গল্পগুলোতে এতখানি ব্যক্তিত্বময়, এত জীবন্ত হয়ে উঠতে আমি দেখিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।