আমাদের কথা খুঁজে নিন

   

দেখতাম শেখের বেটি হাছিনা এরপরে কিতা কয় !!!

সদা নিরুপায় তবুও অকুতোভয় সোহেল তাজের পদত্যাগে আ.লীগের কোন প্রেস্টিজ যাইবো না বলে নিশ্চিত করেছেন অতিরঞ্জিত থুক্কু সুরঞ্জিত বাবু। হি হি হি। বেহায়া আর কাকে বলে ! -প্রেস্টিজ ছিল কখনো? আর বাবুর যদি প্রেস্টিজ থাকতো তবে..... -আচ্ছা, প্রেস্টিজ খায় নাকি মাথায় দেয়? মন চায় জানতে। কিন্তু জানার সাধ্য কার! ইদানিং আমার বিশ্বব্যাংকের প্রধান হওয়ার খুব সখ হইতাছে। আবে দুর্নীতি করণের জন্য না! একটা খেলা খেলবার লাইগ্যা।

বিশ্বব্যাংক টাকা দেয় নাই মানে চুক্তি বাতিল করছে দেইখ্যাই তোআমাদের প্রধানমন্ত্রী ওই ব্যাংকরে হারপিক দিয়ে ওয়াশ করছে। কইছে, হে নিজেই তো দুর্নীতির আখড়া, আমগো আখড়া কয় কোন সাহসে ইত্যাদি ইত্যাদি। এইবার আমি যদি ব্যাংকটার প্রেসিডেন্ট হইতাম তয় একটা খেলা দেখার লাইগ্যা, আমি অদ্যই ঘোষণা দিতাম। "হ, সব ঠিক আছে। পদ্মা সেতু নির্মানে আমরা টাকা দিমু" দেখতাম শেখের বেটি হাছিনা এরপরে কিতা কয়!! এটিএনের মাহহফুজুরের মতো হয়তো কইবো "আমি তো তোমাগো দুর্নীতির আখড়া বলি নাই, নিজেরে বলছি।

সব দোষ মিডিয়ার। হেরা এডিট-টেডিট কইর‍্যা ভুল কথা ছাপাইছে। তোমরা হইলা জানের জান। তোমগো বিরুদ্ধে খারাপ কথা কইতে পারি?" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.