মায়াময় পৃথিবীটাতে আমি এক মায়ানেকড়ে
আমরা অন্যের চেহারা দেখি,কিন্তু নিজেরটা দেখতে পাইনা। বিশ্বস্ত কারো যেমন আয়নার সহায়তা লাগে। তবু দেখতে পাই-আমরা সবাই। দেখি প্রতিদিন,
কারনে অকারনে।
আমরা অন্যের দোষগুলো দেখি।
যা দেখিনা খুঁচিয়ে হলেও তা বের করি। এতে আমরা ঘটনা বা দুর্ঘটনার কারন খুঁজে পাই। নিজেদের দোষগুলো দেখিনা আমরা। বা দেখতে চাইনা। কিছু না পেলে নিয়তির দোষ দিই,তবু নির্দোষ প্রমান করতে চাই নিজেকে!
চেহারা দেখার জন্য আয়না আছে যেমন।
তেমন কিছু যদি থাকত নিজের দোষগুলো দেখার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।