আমাদের কথা খুঁজে নিন

   

আমি পাইছি, আমি ইহাকে পাইছি

সাধারণেই আমি অসাধারণ মানুষের শখ একটা পীড়া দায়ক জিনিস, পীড়া দায়ক তখনি যখন খুব ইচ্ছা থাকা সত্ত্বেও শখটা পূরন করা যায় না। আর আমার ক্ষেত্রে অনেক শখ, অভাব নাই, ১০০-৫০০ টাকার শখ বাদে বাকি গুলা পূরন করার সামর্থ্যও খুব বেশি নাই। কারন এখনো ছাত্রত্তের মুকুট মাথায় পড়া। ছোটবেলার অনেকগুলা শখের মাঝে একটা ছিল সাইকেল চালানো। সব সময়ই স্বপ্ন দেখতাম নিজের একটা সাইকেল হবে ।

কিন্তু বাসা থেকে সাইকেল চালানো কোন ভাবেই সাপোর্ট করত না । আমি সাইকেল চালান শিখি আমাদের গ্রামের বাড়ি, তখন ছিল ঘন্টা ৫টাকা। আর ঢাকায় আমাদের এলাকায়ও সাইকেল ভাড়া পাওয়া যেত, টাকা থাকলেই সাইকেল চালাতাম চুরি করে। ক্লাস ৭ এ থাকতে শখ পূরন করার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, ১৫০০ টাকার একটা সাইকেল এর খবর পাইসিলাম 2nd hand, আর পায় কে, আব্বুরে ধরে অনেক ঝাকা ঝাকি, ন্যাকামি করে মোটামুটি রাজি করায় ফেলসিলাম, তো আব্বু বলসিলো যে একদিন স্কুল ছুটির পর যাবে অইটা দেখতে। তো যেদিন দেখতে গেল, আব্বু বলল এইটা তার পছন্দ হয় নাই, পরে আমাকে নতুন একটা সাইকেল কিনে দিবে।

আমি বুঝি নাই তখন যে এটা শুধু আমাকে সান্তনা দেয়ার জন্যই করা। আমার আম্মু আমার সাইকেল চালানোর ঘোরতর নারাজ। আম্মুর জন্যই আব্বু কখনও আমাকে সাইকেল কিনে দেয় নি। দেখতে দেখতে School, College লাইফ পার করলাম। কলেজ এ থাকাকালীন সাইকেন নিয়ে ওতো ভাবিনি, কারণ আমার কলেজ লাইফ ছিল মেয়েদের সাথে টাঙ্কি মারা ।

আর আমার স্কুল কলেজ দুটোই ছিল আমার বাসার আশেপাশের এলাকায়। আর এ কারণে জ্যাম নামক বেয়াদবের সাথে আমার খুব একটা পরিচয় ছিল না। কলেজ লাইফ পার করার পর উঠলাম বিশ্ববিদ্যালয় এ। বাসা থেকে বহুদূর। প্রতিদিন ৫ঘন্টা জ্যাম আর মানুষের জাতার সাথে প্রেম করতে হয় ।

এখানে আমার ক্লাসমেট অনেকেই সাইকেল পাগল। ওরা সাইকেল চালিয়ে ভার্সিটি যায়। ওদের দেখে আমার সেই পুরান শখটা জেগে উঠে । সাইকেল আমি কিনমুই কিনমু এবার এমন একটা ভাব নিয়ে বাসায় বলি যে সাইকেল কিনে দিতে, প্রতিদিন জ্যাম এ ভাললাগে না আর। তাছাড়া সময় নষ্ট।

ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি অজুহাত দেখাতে লাগলাম। রাজি হয় না, হয় না, হয় না, সেই আগের কারণে। এখানে আমার টার্গেট ছিল ভাল মাউন্টেইন বাইক। যার নূন্যতম দাম ১৫০০০ টাকা। তাই এটা আমার পক্ষে একা ম্যানেজ করা সম্ভব ছিল না।

অবশেষে অনেক বাধা বিপত্তি পার করে, অনেক চিল্লাপাল্লা করে আব্বুকে রাজি করালাম সাইকেল কিনে দিতে। Condition একটাই রেসাল্ট ভাল করা লাগবে। ধুর রেসাল্ট, আগে কিনা নেই, অইটা পরে দেখা যাবে। Then আজকে বংশাল গিয়ে কিনলাম সাধের সাইকেল , আমার সাইকেল Laux Combat Disk Break. গতরাত ঘুমাইনি , সকালে আব্বু আর কাকার সাথে গেলাম বংশাল, সেখান থেকে সাইকেল নিয়ে রাম্পুরাতে ভার্সিটিতে গেলাম ক্লাস করতে সেখান থেকে ফিরলাম মিরপুর..........!!! পুরাই পিনিক এ আসি আর একরকম আনন্দ আনন্দ ফীল করতেসি আমার আর আমার সাইকেল এর প্রেম এর জন্য দোয়া করবেন সবাই । জয় স্লাইকিং, ইতর এবং অলস জ্যাম এর চেয়ে সাইকেল চালানো অনেক ভাল।

/m\ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।