আমাদের কথা খুঁজে নিন

   

তিনশ আসনেই প্রার্থী দেয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য

নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট ঢাকা, ৭ জুলাই: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকটি সংসদীয় আসনেই প্রার্থী দেয়ার কথা ভাবছে ‘নাগরিক ঐক্য’। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্বকালে সংগঠনের আহবায়ক ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না এমনটিই জানালেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও তত্ত্বাবধায়ক সরকারের একজন সাবেক উপদেষ্টা ৫০টি আসনে প্রার্থী দেয়ার কথা তুললেও মান্না জানান ৩০০ আসনেই নির্বাচন করার কথা ভাবছেন তারা। ‘নাগরিক সমাজ গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক এ আলোচনা সভায় নাগরিক ঐক্যে’র নেতারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি’কে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। এ থেকে উত্তরণের জন্য জনগণ গণতান্ত্রিক তৃতীয় শক্তির উত্থান চায়।

তৃতীয় শক্তি হিসেবে ‘নাগরিক ঐক্য’র ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতারা। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল বলেন, “একজন দুর্নীতিবাজ মন্ত্রীর কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ বরাদ্দ বাতিল করেছে। এ জন্য বিশ্বের কাছে বাংলাদেশ ছোট হয়েছে। সরকারের এমন কী স্বার্থ আছে যে তাকে মন্ত্রী রাখতেই হবে। তিনি কি গোটা দুর্নীতিবাজদের প্রতিনিধিত্ব করেন? সুরঞ্জিতের মতো তাকেও সরানো হলে কী হতো?” হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “র‌্যাবের অনেক ভালো কাজ রয়েছে, কিন্তু তারা বিনা বিচারে মানুষ হত্যা করবে তা মানা যায় না।

তারা বছরের পর বছর হত্যা করেই যাবে তা হতে পারে না। ” আসিফ নজরুল বলেন, “আমাদের সরকার ও বিরোধী দল ইতিহাসের সবচেয়ে অকর্মন্ন অবস্থায় আছে। এখন সুশাসনের জন্যে তৃতীয় কোনো শক্তির দরকার। নাগরিক ঐক্য সে ক্ষেত্রে এগিয়ে আসবে বলে আমি আশা করি। ” মাহমুদুর রহমান মান্নাকে হাঁক-ডাক ছেড়ে রাজনৈতিক দল গঠনেরও আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, “৯১ সাল থেকে দেশে যত বার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে ততবারই আমরা আশাহত হয়েছি। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গণতন্ত্রের লেশ মাত্র নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। দুর্নীতি, দলীয়করণসহ সব দিক থেকেই এই দল দু’টির একই চরিত্র আমরা খুঁজে পেয়েছি। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে বর্তমান পরিস্থিতিতে দেশে তৃতীয় শক্তির উত্থান জরুরি।

” তিনি বলেন, “দেশের প্রধান দুটি রাজনৈতিক দল এখন নেতৃত্বশূন্য হয়ে গেছে। ” এ অবস্থা থেকে উত্তরণের জন্যই তৃতীয় শক্তি দরকার বলেও মনে করেন তিনি। ‘নাগরিক ঐক্য’ কমিটির প্রতি আহবান জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, “আপনারা বিজয়ী হতে পারেন আর না পারেন আমি চাই সংসদে কমপক্ষে ৫০টি আসনে আপনাদের প্রতিনিধিত্ব থাকুক। সেই অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই নাগরিক ঐক্যের এগিয়ে আসা দরকার। ’’ তবে কত আসনে প্রার্থী দেয়া হবে তা নিয়ে এম হাফিজ উদ্দিন খানের সঙ্গে একমত নন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

হাফিজের বক্তব্যের পরেই মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের লোকেদের দৃষ্টি আকর্ষণ করে মাইক্রোফোনে ‘আপনারা কি সবাই তৃতীয় শক্তি চান?’ প্রশ্ন করলে লোকেরা হাত তুলে সমর্থন জানায়। এ সময় মান্না বলেন, ‘‘আপনারা বিভিন্ন জেলায় যারা আছেন তারা একটি তালিকা দেবেন। ৩০০ আসনে নাগরিক ঐক্য সংগঠন থেকে নির্বাচন করার কথা ভাবছি এখন। ’’ সভাপতিত্বের মান্না বলেন, “সবাই যেহেতু তৃতীয় শক্তি চায়, তখন দেশে তৃতীয় শক্তির একদিন উত্থান হবেই। প্রতিটি জেলায় যেসব যোগ্য ব্যক্তি আছেন তাদের তালিকা করে আমার কাছে পাঠান।

৩০০ আসনে নাগরিক ঐক্য সংগঠন থেকে নির্বাচন করার কথা ভাবছি। আগামী রমজানের আগে আমরা এ নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করবো। ” সুত্র : Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.