টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘থ্রি ইডিয়টস’, ‘এক থা টাইগার’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর পর চতুর্থ সিনেমা হিসেবে ৩০০ কোটি রুপি আয় করল ‘চেন্নাই এক্সপ্রেস’। মুক্তির পর বলিউডি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড তৈরি করেছে সিনেমাটি।
সিনেমাবাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানান, “আরব আমিরাতেই প্রায় ৩৯ লাখ ডলার আয় করেছে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের ব্যবসা সফল সিনেমার তালিকায় শীর্ষস্থানটি দখল করবে এটি।”
শাহরুখ-দীপিকা জুটির অ্যাকশন কমেডি সিনেমাটি ৯ অগাস্ট, ঈদের মৌসুমে মুক্তি পায়। আর এরপর থেকেই দ্রুত একটির পর একটি রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। এমনকি এর কিছুদিন পর মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’ সিনেমাটিও টক্কর দিতে পারেনি ‘চেন্নাই এক্সপেস’-এর জনপ্রিয়তার সঙ্গে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।