আমি যা বলতে চাই... আবারো বাস চালকদের পক্ষে সাফাই গেয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। তিনি জোর গলায় বলেন, শ্রমিকরা ঘাতক না। তারা খান সেনাও না। তারা জনগণের সেবক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় সম্মেলন-১২ উপলক্ষে বাংলাদেশ লেবার ফেডারেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শাহ আবু জাফর।
নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, “শ্রমিক স্বার্থবিরোধী কোনো আইন সংসদে পাস করতে বা সংশোধনী আনতে দেয়া হবে না। ” শ্রমিকদের স্বার্থে সব ট্রেড ইউনিয়নকে একত্র হওয়ার আহবান জানিয়ে শাজাহান খান বলেন, “শ্রমিকদের দাবি আদায় করতে হলে ‘ডায়ালগ’ ও ‘অ্যকশান’ দুটিই থাকতে হবে। তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে।
”
মন্ত্রী বলেন, ‘‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে নৈরাজ্য ঠেকাতে। মালিকদের পক্ষে কাজ করার জন্য না। শ্রমিকদের পক্ষে কাজ না করে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলার জন্য এই পুলিশ গঠন করা হয়নি। ” অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম খান বলেন, “দেশে বিদ্যমান শ্রম আইনটিতে অনেক ত্রুটি আছে। এই আইনের আধুনিকায়ন করতে হবে।
একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর কাজ করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ” শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইএলও কনভেনশন অ্যাক্টটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান বিএনপির এই শ্রমিক নেতা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।