৭১'-এ তোমাকে দেখা যায়নি বাংলার বুকে
অতি সংগোপনে গা ঢাকা দিয়েছিলে তুমি,
আজ ফিরে এসে পা রেখেছো স্বাধীন বাংলাদেশে
গড়েছ বিরাট প্রতিপত্তি , বসিয়েছ ক্ষমতার কালো থাবা;
ক্যান্সারের মতো ভয়াবহতায় আগ্রাসী দাপট দেখাচ্ছ ।
তোমার সাহসের প্রশংসা করি হে নিন্দিত ঘাতক ।
নির্বাচনে জয়ী হবার নেশায়
চেয়ে আছো রক্তচক্ষু মেলে সংসদের দিকে
বাংলার মানচিত্রে তোমার গোপন নীলনকশা
পতাকা আজ দলিত-মথিত তোমার পদপ্রান্তে
তৃতীয় বিশ্বকে গিলতে চাচ্ছো রুটির মতো
তোমার এই আগ্রাসী দাপটকে তীব্র ধিক্কার
হে ৭১'-এর ঘাতক....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।