আমাদের কথা খুঁজে নিন

   

ঘাতক বজ্রবিদ্যুৎ

নতুন বছরের প্রথম সূর্য উঠবে কাল পুব আকাশে। কাল নতুন দিন। মহাকালের চিরন্তন গতি প্রবাহে বিগত হয়ে গেলো আরো একটি বছর। শুরু হলো ইংরেজি নতুন বছর ২০১৩। এই কামনায় স্বাগত ২০১৩।

ব্রিটিশ মেজর নাম সামারফোর্ড। ১৯১৮ সালে ফ্লান্দেরস নামক একটি যুদ্ধের ময়দানে সামারফোর্ড বজ্রপাতে আক্রান্ত হলে তার দেহের নিুাংশ থেকে কোমর পর্যন্ত অবশ হয়ে যায়। এরপর পঙ্গুত্বের কারণে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডার ভানকুবের চালে যান। ১৯২৪ সালের কোনো একদিনে সামারফোর্ড একটি গাছে চড়ে বরশি দিয়ে মাছ ধরার সময় আচমকা গাছটির ওপর বজ পাত হয়। এবারো বজ্রাঘাতে বেচারা সামারফোর্ডের শরীরের ডানপাশ অবশ হয়ে যায়।

অবশেষে দুই বছর ভোগার পর সামারফোর্ডের অবশেষে দুই বছর ভোগার পর সামারফোর্ড ধীরে ধীরে আরোগ্য লাভ করেন এবং পার্কে পাঁয়চারী করার মতো শারীরিক শক্তি ফিরে পান। এরপর ১৯৩০ সালের গ্রীষ্মকালে পার্কে পাঁয়চারী করার সময় আবারো তার ওপর বজ্র আঘাত হানে এবং এবার তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। দুই বছর পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকার পর অবশেষে সামারফোর্ড মারা যান। সামারফোর্ড এর মৃত্যুর ৪ বছর পর এক ঝড়ের রাতে সামারফোর্ডের সমাধিক্ষেত্রের সমাধি প্রস্তর বজ্র পাতের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।