আমি সাগরের অথৈ জলে
স্নান করব বলে ছুটে এসেছি
আপ্লুত আবেগে স্নাত হয়ে,
শেষ পর্যন্ত আর হলোনা।
দুহাতে ঝিনুকের বদলে
কুঁড়ায়ে পেয়েছি একখন্ড শামুক
অতঃপর রক্তাত আমার দুটো হাত
স্পর্শ করা হয়নি ঝিনুক ।
সাগর আমায় ডেকেছে অনেক স্বপ্ন নিয়ে
শুধু একটি কবিতার শিরোনাম হবে বলে
এ ব্যার্থতা আমার না সাগরের ?
নাকি ঘাতক সময়ের প্রতারনা ?
আমি চেয়েছি সারাক্ষন ছুঁব
সাগরের নোনা ঐ জলটুকুন
হৃদয়ের ক্যনভাসে কত জলছবি এঁকেছি
মনের জ্ঞাতে কিংবা অজ্ঞাতে।
শুধু ছুঁতে পারিনি সাগরের ঐ বুক
যে বুকে জল খেলব আর
মুক্তো কুঁড়াবো ভেবেছি শতবার
যে সাগর ছিল আমার অন্যতম চাওয়া।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।