এখনও ঘাতক হা পিত্যষ করে মরে পাক বন্দনায়,
স্রষ্টকে নিয়ে বঙ্গদেশে রঙ্গ লীলা ইহজাগতিক ক্ষমতা লিপ্সু মানব।
শশ্রুমন্ডিত বেশে আচকানে লুকানো খন্ডিত খন্জর। ।
সুযোগের অপেক্ষায় সারাক্ষন,বিধিয়ে দিতে উদ্ধত কোন বক্ষ পিন্জর !
নপুংসক নগরীতে উদ্ধত শির্ষাঙ্গ চেপে ধরে খোঁজে গণিমতের মাল। ।
মন্ত্রনালয়ের গাড়ীর ফ্রন্টস্ক্রীনের ভেতর দিয়ে
সামনের বনেটের কোনায় লাগানো লাল সবুজ রঙ্গের ন্যাকড়াটা
অস্পষ্ট শব্দে পতঃপত"-------
হৃদপিন্ডে খঁচ্ খঁচ্ মস্তিস্কের নিউরন করে কিলবিল,যেন হুল ফুটায়
৭১ টি কাঁটার মুক্তিযুদ্ধ ।
বেমানান এ শব্দ কানে হাইড্রোজেন বোমা সম।
তাই সুগন্ধি আতরে তুলো মেখে যথাসম্ভব চেপে রাখা ।
বিজয়ের দিনে স্বপ্ন দেখে চাঁদ তারা মার্কা চাদর । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।