আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে থাকা যুক্তিহীন

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । অর্থহীন কটা দিন বেঁচে থাকা যুক্তিহীন । কপটতার ভণিতা করে ক্রমে ক্রমে দুরে সরে আজ তুমি অস্থিত্বহীন দুরে বহুদুরে যেন শূণ্যে বিলীন । নিঃশব্দের মৌনতায় তোমার অশরীরি ছোয়ায় শিহরণ জাগানো কিছু কথা তবু নাড়া দিয়ে যায় ।

সেই চিরচেনা চোখ আর ক্ষণে ক্ষণে , অভিমানে বিরহকাতর সেই মুখ - স্মৃতিতে এসে কাড়ে আমার সবটুকু সুখ । সব হাসির কাব্য মুছে রচে বিষাদ আখ্যান দিনের আলোর পাশে যেমন জোনাক ম্রিয়মাণ । কখনো হঠাৎ করে রোদ জ্বলা ভরদুপুরে হেটে হেটে ভূল করে চলে যাই তোমার সেই পুরণো নীড়ে । আজ সেখানে থাকে শুধুই নিস্তব্ধতা চার দেয়ালে বন্দী তোমার মনের সহস্র জটিলতা । আর আমার অনুভূতির সরলতা শুধুই চোখের জলে বলে কথা ।

কখনো লালচে চোখের পাহাড় বেয়ে কান্নারা হয় ঝড়ে যাওয়া ঝর্ণা কখনো দুঃখ চেপে মিটাই মনের হাজারো বায়না । তবু অনেক দামে কেনা সুখ পাখিটা ধরা দেয়না হয়তো একাকী সুখের চেষ্টা দুঃখেরই সান্ত্বনা । হয়তো স্বার্থপরের মত সুখ চাইনি ? হয়তো তোমায় ভাল বাসতেই পারিনি ? হয়তো কখনো তোমার ভালবাসাই পাইনি ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.