আমি শেষ বিকেলের রঙ্গে , নিজেকে সাজাতে গিয়ে , সময়ের ভুলে , রাতের আঁধারে হারিয়েছি নিজেকে রাতে স্বপ্ন দেখেছি কিনা মনে পরে না / কিন্তু প্রতিটা ভোরে দেখি আমার চোখের কোনে জমে থাকে অশ্রু ধারা /বুকের মাঝে এক অস্তির যন্ত্রণা / কত সকাল আমার নাস্তা করা হয় না / কত রাত নির্ঘুম কাটিয়েছি / ছটফট করছি অবিরত / হৃদয়ের প্রতিটি মোড়ে / তবুও বেঁচে আছি , বেঁচে থাকতে হয় বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।