চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।
রত্না (ছদ্মনাম)। এখানে এসেছে বেশিদিন হয়নি। ১৫-১৬ বছরের তারুন্যে নেই কোন উচ্ছ্বলতা, ক্লান্তি আর অপুষ্টির ছাপ চোখে-মুখে, ত্বক মসৃনতা হারিয়েছে সবে। অপ্রাপ্ত বয়সে অতি-প্রাপ্তি তাকে অসহনীয় করে তুলেছে।
স্বল্পবসনে যতটুকু আকর্ষনীয় করার চেষ্টা করা হয়েছে তার পুরোটাই ব্যর্থ হয়েছে বলা যায়। খদ্দের ধরার নিমিত্তে কাপড় নিয়ন্ত্রনে ইচ্ছাকৃত অনীহা, অভিনয়। গ্রামের একটা সহজ-সরল মেয়ে, বেঁচে থাকার জন্য এই অভিনয় শিখেছে, তাকে শেখানো হয়েছে। মাঝে-মাঝে এই অল্প কাপড়ও তার কাছে অসহনীয় মনে হয়। নিজে উল্লঙ্গ হয়ে সমাজকে যেন দেখিয়ে দেয় যে, আমাদের সমাজ কতটা উল্লঙ্গ।
কিন্তু, সমাজ তাকে উল্লঙ্গ করলেও সমাজ তার উল্লঙ্গতার মত অসভ্যতা সহ্য করে না। তার স্থান আজ তাই এই নড়কে।
৩ বোন, ১ ভাই, বাবা ভগ্নস্বাস্থ্যের কারণে অর্থোপার্যনে অক্ষমপ্রায়। নিদারুন অর্থকষ্টে চলে তাদের সংসার। এহেন কষ্টে নিমজ্জিত সংসারে মানবতার সেবা করার বাসনা (!!!!) টুটুলের (ছদ্মনাম)।
বলে, ঢাকায় গার্মেন্টসে একটা চাকরি যোগার করে দেবে। পরদিন, কথামত রওনা হয় এবং একটা বাসায় তোলা হয়। শঙ্কা জাগে রত্নার, উপায়হীন, ঘুমিয়ে পড়ে। রাতের আঁধারে বাসনা তৃপ্ত করে টুটুল। বরবরের মতই পণ্যের মান যাচাই করে বাজারে ছাড়ার আগে, বিক্রি হয় রত্না, স্থান হয় পতিতালয়ে।
রত্না কেন বেঁচে আছে, বেঁচে থাকার চেষ্টাই বা কেন করছে!!!
একজন সালমান এফ রহমানঃ
'৯৬ এর মতই এবারও শেয়ার কেলেঙ্কারীতে অনেক রাজনৈতিক নেতার সাথে তার নামও এসেছে। কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। সে ঋণ ফেরত দেয়ার নাম নাই, দেবে কি-না তাও জানি না, আমরা অসহায়!!! বাংলাদেশ একটি গরিব দেশ। অধিকাংশ প্রজেক্টই আলোর মুখ দেখে না অর্থের অভাবে, চালু হলেও এমপি-মন্ত্রী-আমলাদের ঊদর সামাল দিতে গিয়ে খোদ প্রজেক্টই বেসামাল হয়ে পড়ে, প্রজেক্টের কাজ অসম্পূর্ণ থেকে যায়। পর্যাপ্ত বিদ্যূৎ থাকলে দেশে শিল্প কারখানা গড়ে উঠতে পারে।
ছোট ছোট কারখানা গড়ে উঠলেও সেখানে ৫ জন মানুষের কর্মসংস্থান হয়, ৫ টা পরিবার বাঁচে, রত্নার জন্ম হয় না বা টুটুলের মত চটুলদের আছড় পড়ার সম্ভাবনা থাকে না। আমাদের যে পরিমান খেলাপী ঋণ আছে তা দিয়ে অনায়াসে বিদ্যূৎ সমস্যার সমাধান করা যায়।
সালমান এফ রহমানের একটা মেয়ে ছিল, সেও মারা গেছে একটা দুর্ঘটনায়, প্রায় ৮/১০ বছর আগে। তার আর কোন সন্তান নাই সম্ভবত।
রত্নার মত মেয়েদের সৃষ্টি করে সালমানের মত লোকজন কেন বেঁচে আছে, কেনই বা বেঁচে থাকার চেষ্টা করছে!!!
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।