আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে থাক(!)

আমি একজন মানুষ.....

একাত্তর দেখি নাই, দেখি নাই বাহান্ন... অথবা সিরাজুদ্দৌলা; মীর জাফর... তান্ডব দেখি নাই; দেখেছি নির্মম পরিণাম... কুত্তার(!) কামড় আর বিষবাষ্প, বিশটা বছর দেখে চলেছি... সেদিন সাত কোটিরে মেরেছিল, আর আজ? ত্রিশ কোটির সর্বনাশ! সেদিন তো ত্রিশ লাখ জান দিয়েছিল... আর আজ (?) পনের কোটি ক্ষতির সম্মুখীন। কুত্তার(!)লেজে আমার দেশের পতাকা... চোখে পড়লে কষ্টে বুক ফাটে; আর ভাবি, “সেদিন দুই লাখের ইজ্জত নিয়েছিল; আজ আমার মায়ের ইজ্জত ছিনিয়ে নিচ্ছে।” ভাবি- “সন্তানের হাতে মায়ের বলাৎকার”। ওরে মায়ের সন্তান কুলাঙ্গার! ছি! এর ছেয়ে বিভৎস আর কি হতে পারে?? সদর্পে যখন তারা এই দেশের বুকে গাড়ি হাকায়, মনে হয়, আমার মায়ের বুকে যেন স্টীম-রোলার... সেই রাজাকার, আল-বদর আর নিজামী, হ্যাঁ!সেই মুজাহিদ, সেই আস-সামছ... হাজারটা ফাসিতে, লাখখানেক বুলেটে, এই বিচার কি হবার?? হাজারবার জন্ম নিলেও... হাজারটা ফাসিতেও এই পাপ মোছার নই। বেঁচে থাক(!) তোরা হাজার বছর... হাজারটা ফাসি হোক তোদের... লাখখানেক বুলেটে জাজ্‌রা হোক তোদের বুক... সুস্থ থাক; অসুস্থ মানুষের তো ফাঁসি হয়না; বেঁচে থাক(!), বেঁচে থাক তোরা হাজার বছর!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.