আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ ও মাংসের প্রায়-কবিতা

সকল সৌন্দর্যই বর্ণিল পঙ্কিলতা থেকে উদ্গত ১। কাল রাতে চাঁদ ছিল অনেকক্ষণ। প্রথমে সুন্দর লাগে তারপর ধীরে ধীরে ফ্যাকাশে অনুভবে রুটির মতই লাগে সুকান্তের মতন। কারো মুখও চাঁদের সাথে করেছি তুলনা কত আবেগ ভরে কতবার- সময় কি অসময়ের জাতিস্মর বা দুজনে চলে যৌথ রাস্তায় পাশাপাশি জানা নেই তাই, প্রাচীন চাঁদটিও সুন্দর থেকে কথিত বেশ্যা হয়ে যায়.। .।

.। । ২। চিঠি দিওনা আর। ভালো লাগে না।

কাছে ডেকনা আর। ভালো লাগে না। মিসকলও দিওনা কখনো। সত্যি আর ভালো লাগে না। রাগ নয়, দ্বেষ নয় কোন, মান-অভিমান দুঃখ বা হা-হুতাশ কিছুই নয় জেনো মাংস পচনশীল ফ্রিজ বিহীন, কতকাল আর হিমাংকের নিচে থাকি? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.