আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ দেখা কমিটির সম্ভাব্য আলোচনা : এই আমগো যাগো বয়স হইছে, চোখে প্রোবলেম, তাগো দিল চাঁদ দেখতে



আরে ভাই কেমন আছেন? জ্বী ভালো। আপনেও এই কমিটিতে আছেন নাকি? কী করবো, আমাদের তো আর লবিং ভালো না। এইখানেই জায়গা পেলাম। আর, ওমুক সাহেব আপনার কী খবর? আছি রে ভাই। চোখের অবস্থা ভালো না।

ডাক্তার দেখাতে হবে। বয়স হয়ে গেছে। এই আমগো যাগো বয়স হইছে, চোখে প্রোবলেম, তাগো দিল চাঁদ দেখতে। তা কী মনে হয়? চাঁদ ওঠবো? দেখেন। আরে ভাই আমি দেখমু ক্যমনে? সরি দেখবেন মানে অপেক্ষা করেন।

হ্যা হ্যা হ্যা আমাদের অপেক্ষা করা উচিত। ফোন আসুক। ক্রিং.... হ্যা চাদ দেখা কমিটির সাধারণ সম্পাদক বলছি, ভাই আপনি কী চাঁদ দেখতে পেয়েছেন? না ভাই। পাইনি বলেই তো জিগাইতে ফোন দিলাম। দেখছেননি? (খট।

ফোন রাখার শব্দ) আবার ক্রিং ... ভাই আমি চানরে পাইছি। কোথায়? ভাই আপনার এলাক বলুন। লক্ষীপুর। আমাদের মহল্লায় একাধিক চান দেখা যায়। এলাকাতেই থাকে।

বেকার। লাগলে আওয়াজ দিয়েন। ওই মিয়া বিটলামী করেন? (আবার খট। ফোন রাখার শব্দ) ভাই কী করা যায়? বিটিভি কী বলে? বিটিভি তো আমাদের আশায়। বলেন কী আমরাও তো বিটিভির আশায়।

চলেন বাদ দেই। আরে না এখনো তো চা আসেনি। ও তাই তো। ডিনার আছে নাকি? আরে না। ডিনার থাকলে তো ঝামেলা মিয়া।

হুমম। বাসায় যাওয়া দরকার। নাতি নাতনিদের জন্য এখনও কিছু শপিং বাকি। আর চাঁদ ওঠবেও না। টপ লেভেল থেকে তো এমন কোনও আওয়াজ পাইনি সন্ধ্যা থেকে।

ওওওওওও... তাই কন! তাইলে আর বইসা বইসা ঘোড়ার ঘাস কাইটা কী লাভ? চলেন জাইগা। আর চাঁদ দেখলে তো টিভি নিউজে শুনমুই। ফাও টেনশন লইয়া কী লাভ? এর চেয়ে বাসার টেনশন সলভ করি গিয়া। ( চলে যেতে যেতে পিয়নের উদ্দেশ্যে কোনও এক কর্তা ব্যাক্তি: যাইগা। ঘরটর পরিস্কার কইরা রাখো।

তোমগো কিছু দিতে পরলাম না। জানোই তো চাদ দেখা কমিটিতে যারা থাকে তা গো ভাগ্যে আসলে চাঁদ ওঠেনা। অন্য কমিটিতে স্থান পাইলে বখশিশ দিতে পারতাম। সরি। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.