সুখীমানুষ
চাঁদ নও জানি
তবু চাঁদ ছাড়া তোমায় কি কবো রাণী!!
আছে কি চাঁদে অমন আঁখি ডাগড়
নেই অমন অভিমানী মধুর অধর।।
তবু তোলনা তোমার দিবো কিসের সাথে আনি।ঐ
আছে সরস যৌবনা অমন মদির তব দেহ
আনত মুখে ঐ চোখে যদি চাও, বাঁচেনা কেহ।।
চাঁদ কি গৃহছাড়া করেছে কাউরে টানি।ঐ
১৯-৯-০৪,প্রেমবাগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।