গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব্যাংকের সমালোচনা করে বলেছিলেন, “কোনোভাবেই বিশ্বব্যাংককে বিশ্বাস করা যাবে না। যারা একটি পয়সা দেয়নি, তারা কিভাবে আমাদের দুর্নীতিবাজ বলে। তারাই আসল দুর্নীতিবাজ।” বিশ্বব্যাংকের সমালোচনা করে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আজ বলেছেন, “বিশ্বব্যাংক যদি চোর হয়, তাহলে আপনারা সেই চোরের কাছে গিয়েছেন কেন? এখন আবার বলছেন তাদের সঙ্গে সমঝোতায়ও যাবেন। এতে মনে হয়, চোরে চোরে মাসতুতো ভাই ।’ হান্নান শাহ বলেন, “সরকারের দুর্নীতির কারণেই যে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হচ্ছে না এবং সরকার যে একটা চোর- এটা জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে।’’ এদিকে, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “বিশ্বব্যাংক টাকা দেয়নি, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দরকার হলে এক বেলা বাজার করব না।” এর আগে রেলওয়ের ‘কালো বিড়াল’ বলেছিলেন ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত দিয়ে পদ্মা সেতু করব। প্রশ্ন সরকার যদি নিজেদের অর্থেই পদ্মা সেতু করার ক্ষমতা রাখে তাহলে অন্যের কাছে হাত পাতে কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।