আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মাসেতু, বিশ্বব্যাংক আর নর্মদা বাঁধ

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয় ১৯৯৩ সালের একটি ঘটনা - ভারত নর্মদা নদীতে বিপুল অংকের একটি বাঁধ প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাহায্য বাতিল করে দিয়েছিল। প্রকল্পটি নিয়ে (পশ্চিমা) পরিবেশবাদীদের আপত্তির মুখে বিশ্বব্যংক পরিবেশগত অনেক শর্ত দেয়, যা ভারত সরকার মানেনি। টাকা ছাড় করাতেও বিশ্বব্যংক সময় ক্ষেপন করে। যাইহোক, খোদ বিশ্বব্যাংকের চোখে ভারত কর্তৃক প্রত্যাখ্যানের কারন মনে হয়েছে- ১) ভারতীয়রা এমন একটি প্রকল্প আর্ন্তজাতিক অর্থলগ্নীকারি প্রতিষ্ঠানের (আমরা যাদের বলি মুরুব্বী) খবরদারী ছাড়া নিজেরাই সম্পন্ন করতে চেয়েছে। ২) পরিবেশবাদীদের সমালোচনাকে ভারতসরকার তার সার্বভৌমত্বের জন্য অবমাননাকর এবং অনুন্নত দেশদের ব্যপারে পশ্চিমাদের (স্বভাবসুলভ) খবরদারির উদাহরন হিসাবে নিয়েছিল। পুরো ঘটনাটার সাথে আমাদের পদ্মা সেতুর ব্যপারটার কি কোন মিল পাওয়া যায়? মিল আর অমিল খোজার ভার আপনার ওপর । পুরো সংবাদটি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.