আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আমাদের কারনে বঞ্চিত

আমাদের নাগরিক সুবিধার সল্পতার জন্য সবসময়ই আমরা সরকার ,মন্ত্রি ,আমলা ও তাদের আত্মিয় স্বজনদের দায়ী করে থাকি। আমরা নিজেরা যে এটার জন্য কতটা দায়ী সেটা কি কখনো ভেবে দেখেছি? আমাদের অনেক দোষের ফল আমরা ভোগ করছি। আমাদের কিছু দোষের কারনেই আমরা লোডশেডিংএর শিকার হই । যেমন ধরুন আমাদের একটা বাড়ি আছে। তাতে যারা ভাড়া থাকে তাদের প্রত্যেকের বিদুত্‍ মিটার পৃথক করা আছে।

যার যেমন বিল আসে তারা সেরকম বিল দেয়। তো গত মাসের বিলের কাগজ যখন আসল তখন দেখা গেল তিন ঘরের একটি ফ্লাটে যেখানে স্বামি স্ত্রী ও তাদের দুই বাচ্চা মেয়ে নিয়ে থাকে । তারা কোন বিলাসবহুল কোন এ.সি ,পি.সি বা এধরনের কিছু না চালিয়ে তাদের বিল এসেছে ১৫০০টাকার মতো। অথছ আশে পাশে অনেক বাড়িওয়ালাদের পানির মটর, এ.সি আরো অনেক কিছু চালিয়ে তাদের বিল আসে ৫০০টাকার মতো। এটা কিভাবে সম্ভব ? এটা এভাবে সম্ভব যে ,যখন মিটার রিডিং লেখতে আসে তখন তাদের সাথে কিছু টাকা দিয়ে চুক্তি করে ফেলে যে আমাদের বিল যেন এর চেয়ে বেশী না আসে।

তখন বিদুত্‍অফিস তাদের ভর্তুকি তোলার জন্য কার বিল বাড়িয়ে দেয় বা আমাদের লোডশেডিং ভোগায় । এখন বলুন এর জন্য দায়ী কারা? তাই এখন আমরা অন্যের সমালোচনায় না পড়ে আত্মসমালোচনায় মগ্ন হই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.