র্যাবকে ‘কুখ্যাত’ উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের এই এলিট বাহিনী। বিডিআর বিদ্রোহে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে র্যাবের বিরুদ্ধে। নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের আনা এই অভিযোগের বিষয়ে আজ বুধবার বিকেলে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম. সোহায়েল বলেন, ‘এ ধরনের মনগড়া প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এর প্রাথমিক প্রতিবাদ জানালাম।
পরে লিখিত প্রতিবাদ জানাব। প্রয়োজনে আইনের আশ্রয় নেব। ’ এ ধরনের প্রতিবেদন প্রকাশে দেশের কিছু মানবাধিকার সংগঠন সহায়তা করেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অপরাধী ও জঙ্গিবাদ উত্সাহিত করতে দেশের কিছু মানবাধিকার সংগঠনের সহায়তায় হিউম্যান রাইটস ওয়াচ এ ধরনের উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। ’
সোহায়েল বলেন, ‘র্যাবকে কুখ্যাত বলে হিউম্যান রাইটস ওয়াচ নিজেকেই কুখ্যাত হিসেবে প্রমাণ করেছে।
’ র্যাবের সাফল্যে বিশেষ মহলের ঈর্ষার কারণে এই প্রতিবেদন প্রকাশ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
র্যাবের প্রশংসা করে এম সোহায়েল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব যে কাজ করেছে, এ নজির পৃথিবীর অন্য কোথাও নেই। স্বাধীন-সার্বভৌম দেশে বিদেশি সংস্থা এভাবে কথা বলবে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’
র্যাবের এই কর্মকর্তা আবারও জোর দিয়ে বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ ২০০৯ সালের নির্মম ও বর্বরোচিত বিডিআর বিদ্রোহের সন্দেহভাজনদের হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে র্যাবের বিষয়ে যে সংবাদ প্রকাশ করেছে—তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ’ তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইনের আওতায় এ ঘটনায় অভিযুক্ত ও সন্দেহভাজনদের আটক করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিচারের জন্য সোপর্দ করা হয়।
’
এ ধরনের ঘটনায় কোনো সন্দেহভাজন ও অভিযুক্ত ব্যক্তিকে কখনো র্যাবের হেফাজতে নেওয়া হয়নি বলে দাবি করেন এম সোহায়েল। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের মামলা তদন্তের দায়িত্ব র্যাবের ওপর ছিল না। সংগত কারণে ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিষয়ে র্যাবের সংশ্লিষ্টতা থাকার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে বিষয়টি যাচাইয়ের জন্য র্যাবের কোনো বক্তব্য নেওয়া হয়নি। তিনি দেশের গণমাধ্যমসহ জনসাধারণকে এ ধরনের অপপ্রচারের বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।