যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এমন সৌষ্ঠব দেহের ভেতরে উন্মাতাল কৌমার্য
এইমাত্র বিচ্ছিন্ন হলো
টানটান উত্তেজনা নিয়ে দিগন্তে বেহিসাবী মার্চপাস্ট
গোধূলীতে দাড়িয়ে একদম একাই বিবস্ত্র
তোমার ভেতরে নেমেছি
যতই নৈকট্যে থাকি না কেন বহু শ্রবণের সূতিকাগার
কিছু যান্ত্রিক উপাদানে - আ হিউম্যান ডিভাইস
থাকবে বলেই থাকার সকল শর্ত পূরণে
সাবসিডি দিচ্ছে অনবরত
এর ফাকে যদি ওঠে সূর্যের গায়ে কোনো শৈবাল
আর চাঁদটা হয়ে গেলে রগচটে
দিনগুলো হবে জোৎস্নায় ঘেরা নরম দেহ
আর রাতের তারারা হবে ক্ষুব্ধ তোমার চোখের আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।