মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " বিষয়টা আমাকে একজন বাংলাদেশী হিসাবে খুবই আঘাত করেছিল। লিখব লিখব করে আজ লিখলাম।
সেদিন ২ জুলাই।
৯:৩০ থেকে দুই বাংলার মিলন মেলা জি বাংলার " মীরাক্কেল আক্কেল চেলেঙ্গার ৬ " দেখতে বসেছি। সেদিনের ঘটনা ফেসবুকের মাধ্যমে অনেকেই হয়তো জানেন। আবার অনেকেই জানেন না।
একজন বাংলাদেশীর অভিনয় শেষ হবার পর মীর দা হঠাৎ করে বলে উঠলো যেদিন বাংলাদেশী কেউ ২৫০০০ টাকার চেক পায় না তখন নাকি কিছু বাংলাদেশী ফেসবুক পেইজে কমেন্ট করেন
" আরে মীরাক্কেল তো বাংলাদেশীদের দিয়েই করে খাচ্ছে তো কেন আজ বাংলাদেশীদের ২৫০০০ টাকার চেক না দিয়ে অন্য কাউকে দেওয়া ??? "
সত্যি এতটুকু শোনার পর নিজেরই খারাপ লেগেছে। আর ওদের তো লাগারই কথা।
মীরদার উত্তরটা এমন ছিল
" দেখেন ভাই কেউ কাউকে দিয়ে করে খায় না। সবাই ভাগ্য আর পরিশ্রম দিয়ে করে খায়। যদি আপনি এটা মনে করেন মীরাক্কেল এদের দিয়ে করে খাচ্ছে তাহলে এরা যখন বাংলাদেশে ছিল তখন আপনি কেন এদের নিয়ে কিছু করলেন না ??? "
উত্তরটা শুনে জাস্ট ঘৃণা হচ্ছিল সেই সব বাংলাদেশীদের প্রতি যারা এমন কমেন্ট করেন।
আমাদের দেশের ছেলেরা দেশের নাম যখন উজ্জ্বল করার জন্য নিজের মেধাকে কাজে লাগিয়ে একটা প্লাটফর্ম খুঁজেছে তখন এতে পানি ঢেলে দিলাম আমরাই। আমরা কি আমাদের ভালো দেখতে পারি না ?? কষ্ট হচ্ছে ওদের জন্য যেসব বাংলাদেশী মীরাক্কেলে ছিল, আছে, থাকবে, আসবে, তারা যখন একজন বাংলাদেশীর কাছ থেকে এমন কথা শুনে তখন অন্য দেশে তাদের মান সম্মান কতটা থাকে এই ভেবে ।
প্লিজ দেশের জন্য কিছু করতে পারছেন না তো করবেন না। ঘরের কোনে বসে থাকবেন কিন্তু যারা করছে তাদের মানটা ডুবাবেন না। প্লিজ।
সেদিনের সেই অংশটা দেখার জন্য এখানে ক্লিক করুণ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।