আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যে আট বাংলাদেশীর শিরোচ্ছেদ।

ঘুড়িয়ে খাওয়ার অভ্যাস আমাদের অনেক পুরোনো। আর মেষ কবে যে সহজ করে ভেবেছি সহজ করে বলেছি তাও প্রায় ভুলেই গেছি। প্রান সংহার বড়ই মর্ম পিড়াদায়ক নিঃসন্দেহে। সেটা বৈধ বা অবৈধ মব ভাবেই। সাম্প্রতিক সময়ে তর্ক উঠেছে কেন সৌদি সরকার আমাদের নিরিহ / নিরপরাধ (যদিও চুরি এবং হত্য্র মত অপরাধ প্রমানিত হয়েছে) লোক কে প্রান দন্ড দিলো? প্রশ্ন বটে একখান! মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ষরকারের কর্মকর্তাদের ঘুম হারাম এই অন্যায় এর প্রতিকার বা উপযুক্ত বিহিত করার জন্য।

কিন্তু কেউ কি ভেবেছি বাস্তবতা কি? যে ঘটনা সংঘটিত হয়েছে তার জাতিগতভাবে সাংস্কৃতিক নৈতিকতা কতটুকু? এর কতটুকু প্রভাব পড়বে বা পড়তে পারে সৌদি সরকার ও আমাদের শ্রম বাজারে বা জনশক্তি রপ্তানি প্রকৃয়ায়? নিজের দেশের লোক ছিলো বলে আজ আমাদের দরদ উথলে উঠছে। কিন্তু আমাদের কি দায়িত্ব ছিলো না ওই লোকগুলোকে কর্মক্ষেত্রে পাঠানোর পূর্বে নূন্যতম নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেবার? বলতে গেলে সবাই এড়িয়ে গেছি নিজের দায়িত্ব পরম নিষ্ঠার সাথে। আজ যখন দূর্ঘটনা ঘটেই গেছে তার মূল্যায়ন যথার্থ না করে করছি আবেগ দিয়ে। যে ভাবে ঘটনা ঘটছে ফলাফল বিপর্যয় এড়াবার উপায় নেই। যদিও আমি ব্যক্তির দৃষ্টি ভংগি থেকে মূল্যায়ন করতে চেষ্টা করছি এই ঘটনার্ ।

কেউ যদি ভাবেন তাহলে খুব একটা অমত ও করতে পারবেন না। আগামিকাল আবার চেষ্টা করবো এই ঘটনার বিস্তারিত কিছু লিখতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন .. . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.