আমাদের কথা খুঁজে নিন

   

একজন বাংলাদেশীর প্রার্থনা

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। উৎসর্গ হে মহান বিজয়ের সেই সব মা – বোনদের যাদের অনেক অশ্রু এবং সম্ভ্রমের বিনিময়ে আজ আমরা দুবেলা দুমুঠো ভাত স্বাধীনতার স্বাদ নিয়ে খেতে পারছি কিন্তু বিনিময়ে তোমাদের আত্মত্যাগের কোন প্রাপ্য সন্মান আমরা দিতে পারিনি কারন আজো দেশে ঐ ঘৃণ্য রাজাকার নামক শকুনের দল বুক উঁচিয়ে দেশ চালানর স্বপ্ন দেখে আর আমরা নির্যাতিত হই বারবার তাদের হাতে । কে রুখবে বল ওদের ? কে দেবে মূল্য তোমাদের ঝরে যাওয়া রক্তের ? একজন বাংলাদেশীর প্রার্থনা ------------------------------------------- স্বপ্ন আছে যত তোমার, ঝেরে ফেল মাথার চুল হতে; চুল ক্ষয়ে যায়, হয়ে যায় মাথা টাক, চিন্তায় বিষণ্ণতা আসে, লজ্জায় পরচুলা পড়ে কেউ, কারো চুল পেকে হয় সাদা। এসবের বিধুর বিষণ্ণতা আছে যত যার, ঝেরে ফেলে মাথার চুল হতে; খুঁজে নাও একটি দিন এবং খুঁজে নাও তোমার দিনের একটি প্রতীক; দিনের পড়তে – পড়তে প্রথমেই খুঁজে পাবে – একটি বিস্তর বালুভুমি অলংকৃত জোছনার শীতলতায়, দম্পতিরা নগ্ন হয়ে আছে তাদের প্রিয় আবেশে; এবং আমরা মৃদু উচ্ছ্বাসিত অবুঝ শিশুদের মত; যাদের এই শৈশবের মস্তিষ্ক বোনা যেন ওলের সুতায়। গান আর কথা আমাদের চারিপাশে খোঁজ মাথার তাজ এক, যা কোন বৃদ্ধ সম্রাটের।

কালের প্রবাহ মানতায় ফিরে এসেছে সেই সময়; খোঁজ এখনই তাদের তাজ, বুড়ো চাঁদটিকে করে দাও বেনোজলে পাড়, যে পাড়ে পুরনো বৃদ্ধদের ঝিল; যেন জোছনা ডুবে না যায় জলের সাঁতারে। ফিরে চল আবারো সেই সুন্দর অরন্যে, ফিরে চল নতুন কোন এক সজীব স্বপ্নে, এসো আমাদের সাথে; সব ক্লান্তির ঘাম ঝরে যাবে এবং নাচবে আবারো সবাই উচ্ছ্বাসে !! আমরা এ কালের বাংলাদেশী --------------------------------------------- আমরা ঘুমিয়ে থাকি দেহের ক্লান্তি নিয়ে, স্বপ্নের সোপানে চেতনা হয়ে। আমাদের যত আনন্দ আছে, সবই তার করে দেই এক আসরে পাড়; তবেই কিনা দুঃখ আসে; ঝরে পরা বুড়ো পাতাদের দিনে। কখনোবা হৃদয়ের প্রবাল দ্বীপে, গোলাপি পালকেরা পরশ বুলিয়ে যায়; আদর দিয়ে অরন্যের মোহিত হরিতে। কখনোবা বোমা আতঙ্কে আমরা সদা ভীত, গনতন্ত্রের অশুভ দাপটের তাড়নে; রাজনীতির নোংরা খেলার বৈরীতে।

তবু নিরুপায় হয়ে, আমরা ঘুমিয়ে থাকি জীবনের ক্লান্তি নিয়ে, হতাশার সোপানে চেতনা হয়ে। আমাদের কি কিছুই করার মত নাই ? জাগো --------------------------------------- জাগো, সচেতন হও, এখনত জীবন অগাধ; শরীর ও তার পশম হতে ঝেরে ফেল যত ক্লান্তির ঘাম ! সকাল গড়িয়ে যখন দুপুর; আমার শরীর, আমি, ও জীবন, তখন রোদে পুড়ে বিধুর। তবুত জীবন অবাধ; শরীর ও তার পশম হতে ঝেরে ফেলে যত ক্লান্তির ঘাম! আমি, কালের জোছনায় সজীব হতে চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.