উত্তর আমি জানিনা। তবে কিছু বিষয়কে হয়ত পয়েন্ট করা যায়।
*artistic & enterteinment(humor+emotion)value.
*সম্পর্কের ধরনে আমাদের সাথে অনেকটা মিল প্রেম বন্ধুত্ব......
*অভারল মেকিং
যার কাছে যা মনে হয় add করেন জানতে আগ্রহী।
ঠিক তরুন না তারথেকে আরেক ধাপ উপ্রে যেমন আমার ১ মামা বাইরে পিএইচডি করতেছে(আবার গপ্প হিশেবে নিয়েননা ২৮ গোষ্ঠির মধ্যে ঐ একজনি মাঝে মাঝে দুইএকজন উদীয়মান হইলেও আর কেউ তেমন কিছু কইর্যা উঠতে পারেনাই আর আমি চিরকালি আমার স্যার আর ক্লাসমেটদের অবাক করে আসতাছি সবার এক কথা তুই পাস করলি কিভাবে!!?হিউমার দেখাবার য্যাইয়্যা এত ফাও পাচ্যালে নিজেরে পচানের মানে অয়!কষ্ট কইর্যা লেখছি বাদ দিতেও ইচ্ছা করতাছেনা)সেও প্রচুর কোরিয়ান সিনেমা দেখে আমি১০-১২টা দেখছি।
যাহোক মূল কথায় আসি।
মাস তিনেক আগে kim jee woon পরিচালিত a bittersweet life সিনেমটা দেখার সময় খেয়াল করি যে সিনেমায় হোটেলেটা দেখানো হয় তার নাম 'লা দোলচে ভিতা' ফেলেনির এই সিনেমাটা নিয়া লেখা পড়লেও দেখিনাই(এমনভাব নিলাম যেন বাকিগুলা দেখছি আসলে দেখছি মাত্র ২টা হাতে আছে ১টা)কাজেই সার্চ দিয়া দেখলাম ইতালিয়ান এই বাক্যটার অর্থ দাঁড়ায় a sweet life.সিনেমার শুরুর দৃশ্যে স্ক্রিন এ দেখি গাছের ঝোপের ডালপালা কাপতেছে বা নড়তেছে narratore voice এ শুনি এক লোক তার মষ্টারকে জিগাইতেছে
আসলে কি নড়তেছে গাছের ডালপালা নাকি বাতাসি নড়তেছে। মষ্টার জবাব দেয় গাছোনা বাতাস ও না যা move করতেছে তা হল তুমার heart & mind। এবং পুরা সিনেমা এর উপর দার করাইছে। artistic বলাই যায় ।
এই পরিচালকেরি আর ১টা সিনেমা the good the bad and the weird সিনেমাটা যে the good the bad and the ugly releted তা নাম থেকেই বুঝা যায়।
সিনেমআ ২টায় বেশকিছু ইন্টিলিজেন্ট দৃশ্য আছে ২য় টা থেকে -ডাকাতের ট্রেন থামানোর আগে দেখানো হয় ট্রেইন লাইনে মাংসের পিন্ড(অন্যকিছুও হতে পারে প্রায় ৩মাস আগে দেখছি...)যা একটা চিল এ উঠাইয়্যা নিয়া যায় মানে এইরকম একটা ভ্রম তৈরি যেন ঐটা দিয়াই ট্রেন থামাইতে চাইছিল তারপর দেয় আয়োজনের ধাক্কা(যাকে বলা যায় ধাক্কা কাহাকে বলে)
এহন কথা হইল আমি আসলে কেন কথাগুলা বল্লাম বা টার্গেটটা কি
এই ২টা সিনেমা থেকে বুঝা যায় পরিচালক ঐ বা আরো অনেক ক্লাসিক সিনেমা দেখত দেখছে এবং কম্পিউটার এবং ইন্টারনেটের কল্লানে মাশাল্লা আমরাও দেখতে পারতাছি একেবারে খ্যাইয়্যা নাখ্যাইয়্যা তারমানে আমাদের মাঝে থেকে অচিরেই এমন কেউ কেউ বেরইয়্যা আসব।
কিন্তু আমারকাছে মনে হয় উতসাহ ছারাও আরেকটা জিনিশ দরকার সাহস। আমরা শুনতাছি নুরুল আলম আতিক ফারুকি গিয়াসউদ্দিন বা সপন বা সাকিবের সিনেমা যা বানাইতাছে তা আসলে সিনেমা হইতাছেনা...(কোন কথাই একজাক্ট বলা যায়না তবে জিনিশটা একিই দারায়)
এদের বিষয়ি যদি এইরকম হয় আমি বানাইতে চাইলে সাহসটা পাই কই?
তর্কের উদ্দেশ্যে কথাগুলা বলিনাই একটা বিষয় মনে হইছে শেয়ার করলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।