আমাদের কথা খুঁজে নিন

   

গার্ল ফ্রেন্ড এর ছবি -২

তোমার ছোয়া যেন পাই আজ ও অকারনে পাইনি শুধু তোমায় আজ ও ফিরে,চলে গেছো কবেই ই ই আমায় ফেলে বারান্দা তে পাখির কিচির মিচির আর পাখির ছোট্ট বাচ্চা দের চিউ চিউ ডাক শান্ত পরিবেশ অনেক টা আধ্যাত্মিক লাগে সাথে গিটার থাকলে কিন্তু এই সব এখন আর হয় না অক্সিজেন এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে অক্সিজেন ও অনেক ভালো হইছে এখন আগের থেকে আমারে আর লাত্থি মেরে দূরে সরায় দেয় না ,কিছু দিনের জন্য দিলে খারাপ ও হইতো না ফোন আর ডেটিং এ যাওয়ার টাকা টা বাচিয়ে অনেক গুলা গার্ল ফ্রেন্ড কিনে আনতে পারতাম , এখন দেখেন আমার আরো কিছু গার্ল ফ্রেন্ড এর ছবি বাচ্চা গুলা ভালোই হইছিলো হাড়ি তে ডিম না পাইড়া বাইরে ডিম দিছে বোকা পাখি আম্মা রে অনেক বেশি বেশি ভালোবাসা আমি বাসায় না থাকলে আম্মা পাখি গুলারে দেখা শুনা করতো ।আজকে কিছু গার্ল ফ্রেন্ড কেনার ভেড়া উঠছে কিনাই বাসায় ফিরমু


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।