আসুন কবিতার কথা বলি, কবিতায় কথাবলি ।
এ-এক অবাধ বিচরণ ভূমি , এখানে আপনি মুক্ত-স্বাধীন ।
আপনি কি সুখের উল্লাসে উদ্ভাসিত ? কবিতা লিখুন ।
আপনি কি দুখের পারাবারে একা? কবিতা লিখুন ।
আপনি কি কোন প্রথা বা নিয়ম ভাঙতে চান ? কবিতাই শ্রেষ্ঠ হাতিয়ার ।
আপনি কি মানুষের কথা, মানবতার কথা বলতে চান ? কবিতায় বলুন ।
আপনি কি বিদ্রোহী হতে চান ? সমালোচনার সত্যঝড়ে উড়িয়ে দিতে চান কোন স্বৈরাচারী রাজন্য কে ?
তাহলে আপনাকে কবিতার সাথেই সমঝোতা করতে হবে ।
আপনি কি বায়ান্ন কিংবা একাত্তরের বীর সেনাদের মত সম্মানিত হতে চান ?
কবিতা আপনাকে সে পথের সন্ধান দিবে ।
আপনি কি আপনার সফল প্রেমের কাব্য গাঁথা
কিংবা ব্যর্থ প্রেমের দুঃখ গাঁথা লিখতে চান ?
সেটা কেবল কবিতা-ই হতে পারে ।
প্রিয়তমার প্রিয় খুঁটিনাটি খুঁনসুটিগুলো ছন্দে আনন্দে প্রকাশ করতে চান ?
সেখানে শুধু কবিতাই শোভা পায় ।
অথবা,
“না প্রেমিক না বিপ্লবী’’ হয়ে থাকতে চাইলে, গুণ দা কে অনুসরণ করতে হবে ।
যদি প্রকৃতির খুব কাছাকাছি যেতে চান-
জীবনান্দের পথ ধরে আসুন ।
“পৃথিবীর সব জঞ্জাল” সরাতে চাইলে
আপনাকে সুকান্তের পথে হাঁটতে হবে ।
আর যদি মানুষের তিব্র আকাঙ্খা- অমরত্ব লাভ করতে চান;
আসুন কবিতায় অনন্তকাল ধরে বেঁচে থাকি ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।