আমাদের কথা খুঁজে নিন

   

ঈদুল ফিতর উদযাপিত



মিজান রহমান, ঢাকা যথাযোগ্য মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে গত শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। পবিত্র রমজানে সিয়াম সাধনার পর দেশের মুসলিম স¤প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। রাজধানী ঢাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ¯’ জাতীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাড়ে সাতটায়। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধান বিচারপতি এম ফজলুল করিম, শ্রম ও কর্মসং¯’ান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বা¯’্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম র“হুল হক ও শিক্ষামন্ত্রী নূর“ল ইসলাম নাহিদসহ মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহম্মদ সালাহউদ্দিন ঈদের প্রধান জামাতের ইমামতি করেন। দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজের পর রাষ্ট্রপতি জিল্লুর রহমান মুসল্লিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে মহিলা ও বিদেশি কূটনীতিকদের নামাজ আদায়ে বিশেষ ব্যব¯’া নেয়া হয়। মুসল্লিদের জন্য খাবার পানি ও মোবাইল টয়লেটের বিশেষ ব্যব¯’া ছিল।

জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যব¯’া। ঈদগাহে সকল প্রবেশ পথ এবং ভিভিআইপি ও ভিআইপিদের নামাজের ¯’ানসহ ঈদগাহ মাঠের প্যান্ডেলে ২২টি সিসি ক্যামেরা ¯’াপন করা হয়। এ ছাড়াও ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে র‌্যাব এবং পুলিশ সদস্যরা ঈদগাহ ময়দানে সার্বক্ষণিক তৎপর ছিল। জাতীয় ঈদগাহ ময়দানের প্যান্ডেল ছাড়িয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবনের সামনের রাস্তায় হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। শ’ শ’ মহিলাও জাতীয় ঈদগাহে ঈদের জামাতে শরিক হন।

এবার জাতীয় ঈদগাহে ৫ হাজার মহিলাসহ প্রায় সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যব¯’া ছিল। ঢাকা সিটি করপোরেশনের ব্যব¯’াপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে মোট ৩৬১টি ¯’ানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আরো একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ ছাড়া যেসব ¯’ানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় তার মধ্যে রয়েছেÑ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, গুলশান কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ, লালবাগ মসজিদ, শ্যামলী এসওএস শিশু পল্লী জামে মসজিদ, দেওয়ানবাগ বাবে রহমত, সায়েদাবাদ দরবার শরীফ বড় জামে মসজিদ, মসজিদে গাউসুল আজম আবদুল কাদের জিলানী, দক্ষিণ গোড়ান বনশ্রী জামে মসজিদ এবং দনিয়া জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মাঠ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দান, আর কে মিশন রোড ব্রাদার্স ইউনিয়ন মাঠ, বনানী পাক দরবার শরীফ, কাঁটাবন জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, সলিমুল্লাহ হল গেট মাঠ, উত্তরা জামে মসজিদ ফাউন্ডেশন, শান্তিবাগ শাহী জামে মসজিদ, আবু জার গিফারী কলেজ মাঠ, মালিবাগ জামে মসজিদ, হাজারীবাগ পার্ক, টিকাটুলি জামে মসজিদ, হার“ন মোল্লাহ ঈদগাহ মাঠ পল্লবী ও উত্তর কাফর“ল ঝিলপাড় জামে মসজিদ, গুলশান প্রথম জামে মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ও মগবাজার কাজী অফিস লেন বাইতুল কোরান মসজিদ। ঈদ উপলক্ষে গত শনিবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া পৃথকভাবে কূটনীতিক এবং সমাজের বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভে”ছা বিনিময় করেন।

ঈদ উপলক্ষে শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও বনানী-ঢাকা গেট হতে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপসমূহে (আইল্যান্ড) জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার পরিলক্ষিত হয়। নির্দিষ্ট সরকারি ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো ঈদের বিশেষ অনুষ্ঠানমালা স¤প্রচার করছে। ইতোমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

ঈদ উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দু¯’ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রাজধানী ঢাকা মহানগরীর বিভিন্ন ¯’ানে রাষ্ট্রীয় নীতির সঙ্গে সংগতিপূর্ণ চল”িচত্র প্রদর্শন, সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে সিটি কর্পোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যব¯’া করা হয়। এদিকে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ¯’ানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জাতীয় কর্মসূচির আলোকে তাদের কর্মসূচি প্রণয়নপূর্বক ঈদুল ফিতর উদ্যাপন করছে। এ ছাড়া বিদেশে অব¯ি’ত বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় সরকারি কর্মসূচির আলোকে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত রোববার ‘আমরা ঢাকাবাসী’র উদ্যোগে নগরীতে একটি র‌্যালি বের করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.