জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহুর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা যুদ্ধে হেরে যাচ্ছি, তবু আবার যুদ্ধে নামছি। একটা জয়ের আশায়।
মিন্টু সড়কের আলোকসজ্জার পাশ দিয়ে চলতে চলতে
তোমার চিবুক ছুঁয়ে রাত্রি নেমেছে সেগুনবাগিচায়।
তখনো খানিক দ্বিধা ছিল চোখে মুখে।
ফিরিয়ে দিয়েছো প্রার্থণার হাত,
তসবীর দানা।
তোমার চিঠির গায়ে আংগুলের ঘ্রান লেগে আছে,
মাদকতাময় শব্দগুলো প্রজাপতি হয়ে নাঁচে।
প্রতিদিন হচ্ছি নীল - ঊনিশের বিষে।
[ সংগৃহিত ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।