মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....।
1.অ্যাড্রয়ট-adroit- নিপুন বা দক্ষ
2.অ্যাডিউলেট-adulate- তোষামোদ করা বা অতিরিক্ত প্রশংসা করা
3.অ্যাডালটারেট-adulterate- ভেজাল দেয়া
4.অ্যাডামব্রেট-adumbrate- কোন কিছু সম্পর্কে অল্প ধারনা দেয়া। আমরা যেটাকে outline বলি।
5.অ্যাডভেনট-advent-আগমন, আবির্ভাব
6.অ্যাডভারস্যারি-adversary- শত্রু, প্রতিদ্বন্দ্বী
7.অ্যাডভারট-advert- উল্লেখ করা
8.অ্যাফার-afar- বহুদুরে
9.অ্যাফ্যাবল –affable- অমায়িক, সদালাপী
10.অ্যাফেকট-affect- প্রভাবিত করা বা পরিবর্তন সাধন করা। আর effect মানে হচ্ছে- ফলাফল , কর্মফল ।
11.অ্যাফিনিটি-affinity- ঘনিষ্ঠ সম্পর্ক। Rapport.
12.অ্যাফারম-affirm-নিশ্চিত করে বলা. Confirm
13.অ্যাফ্লিক্ট-afflict- দুঃখ দেয়া
14.অ্যাফ্লুয়েনট-affluent- সমৃদ্ধ বা প্রাচুর্যপূর্ণ ।
15.অ্যাফ্রানট-affront- প্রকাশ্যে অপমান করা
16.অ্যাগেপ-agape- বিস্ময়ে হা করা
17.অ্যাগর্যাভেট-aggravate- অধিকতর খারাপ করা।
18.অ্যাগ্রেশন-aggression- প্রথম আক্রমন বা আঘাত
19.অ্যাগ্রিভড-aggrieved- মর্মাহত
20.অ্যাগাস্ট-aghast- বিস্ময়ে বা ভয়ে অভিভুত। horrified.
এবার মনে করার চেষ্টা করুন--------
1. নিপুন বা দক্ষ=
2. তোষামোদ করা বা অতিরিক্ত প্রশংসা করা=
3. ভেজাল দেয়া=
4. কোন কিছু সম্পর্কে অল্প ধারনা দেয়া।
আমরা যেটাকে outline বলি=
5. আগমন, আবির্ভাব=
6. শত্রু, প্রতিদ্বন্দ্বী=
7. উল্লেখ করা=
8. বহুদুরে=
9. অমায়িক, সদালাপী=
10. প্রভাবিত করা বা পরিবর্তন সাধন করা=
11. ফলাফল , কর্মফল=
12. ঘনিষ্ঠ সম্পর্ক=
13. নিশ্চিত করে বলা=
14. দুঃখ দেয়া=
15. সমৃদ্ধ বা প্রাচুর্যপূর্ণ=
16. প্রকাশ্যে অপমান করা=
17. বিস্ময়ে হা করা=
18. অধিকতর খারাপ করা=
19. প্রথম আক্রমন বা আঘাত=
20. মর্মাহত=
21. বিস্ময়ে বা ভয়ে অভিভুত=
প্রতিদিন ২০ টি করে শব্দ A-5
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।