আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. যা গরম ঢাকায়!! বাপরে...অবশ্য কুয়েতে মনে হয় ঢাকার চাইতেও বেশি গরম!..সে যাই হোক এখন বেশ আছি..দেশে এসেছি ৪ দিন হয়ে গেলো! ভাবতেই অবাক লাগে! এতগুলো বছর পর! সবাই কেমন বড় হয়ে গেসে ..অবশ্য আমিও যে ছোটো আছি এমনটি নয় ..কিন্তু তবুও কেমন উল্টো পাল্টা লাগছে....আমার ছোট্ট কাজিন দুটো এখন কি সুন্দর পটপট করে! প্রথম যে জিনিসটা বললো আমাকে দেখে সেটা খানিকটা এরকম.." ওমা আপু তোমার তো চোখের কাজল একদম চোখের মধ্যে চলে গেসে! একন কি হবে!!!? " আমার ডান চোখের ভিতর একটা তিল আছে..তাই দেখে তার এমন প্রশ্ন!..শুনে আমি যখন হাসছিলাম তখন আরেক পাকনি বুড়ি বলে উঠলো " আহারে আপু তোমার গালে তো ফুটো হয়ে গেলো!!" এদের সাথে একবার কথা শুরু করলে কথা দিয়ে যে সময় চলে যায় বলঅ যায় না..৮ বছরের বা্চ্চা কিন্তু এত পাকনি কি করে হয় তাই বুঝতে পারলাম না! ..সেদিন আমি ঘুমাচ্ছিলাম আর ক্যারেন্ট চলে গেলো..ঘুম থেকে উঠে দেখি পি্চ্চিদের একজন আমার পাসে বসে কি সুন্দর করে বাতাস করেছে!! যেন আমার ঘুম না ভেঙে যায়..ঘুম থেকে উঠে যখন ওর দিকে তাকালাম.কি এক মিষ্টি হাসি দিলো ..সে হাসির দাম লাখ টাকার চেয়ে বেশি! ওহ ওদের নামটাই বলা হয়নি আদ্রিতা আর জিতু দুজনে মিলে আমাকে একটা ছরা শুনালো..আমার যতটুকু মনে পড়ে লিখের চেষ্টা করছি.. হাও মিলো ছিলো ছালো লেজি গার্ল, বিজি বয় কি ছিলো? লেবু ছিলো কি লেবু? বাতি লেবু কি বাতি? মোম বাতি কি মোম? সাদা মোম কি সাদা? দুধ সাদা কি দুধ? ফেনা দুধ কি ফেনা? সাবান ফেনা কি সাবান? বল সাবান কি বল? ফুটবল কি ফুট? সেন্টার ফুট কি সেন্টার? শপিং সেন্টার কি শপিং? জামা শপিং কি জামা? হলুদ জামা কি হলুদ? কলা হলুদ কি কলা? দেশি কলা কি দেশ? বাংলাদেশ কি বাংলা? সোনার বাংলা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।