আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া

বিদ্রোহী মন আমার জেগে উঠে প্রতিনিয়ত, সব বাধা ভেঙে আবার গড়তে মন হতে চায়না বিরত। আমি বলি কত ছড়া শুনতে নাকি লাগে কড়া অসৎ মানুষ পড়বি ধরা বলবোনা কিছু তোদের ছাড়া দেয় যেনো তোদের বিবেক নাড়া এই কাজে আছে মোর কলম খাড়া। খুরে খুরে তোদের আমি পুরাবো চিতায় নিচু পরবে তোর হুমকি-ধমকি মোর কলমের চাপায় পাই না ভয় পাবো না আমি জুতা পরাবো তোদের গলায় পরাবো তোদের নিশ্চয়ই অনেক মানাবে জুতার মালায়। জাতি করবেই করবে তোদের বর্জন ধংস্ব-ধুলিস্যাৎ করবে তোদের এটাই শ্রেষ্ট অর্জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।