আমি যখন কষ্ট লিখি আপন মনে লিখেই যাই, রঙ্গিন কিংবা বিবর্ণ সব কষ্ট লিখি, কষ্টে ঘুমাই। নিজের কষ্ট, পরের কষ্ট পাওয়ার বা না পাওয়ার কষ্ট নানান রকম কষ্ট লিখে, অযথা সব কাগজ নষ্ট! বর্ণে, বর্ণে, শব্দে, বাক্যে, কষ্ট লিখি, কষ্ট জমে; পাতায়-পাতায়, খাতায়-খাতায় কষ্ট কমে, সত্যি কমে। কিছু কষ্ট তোমায় দিলাম হলুদ খাঁমে ভরে, ভালোবাসা আর মমতায় রেখ যতন করে। কত রকম কষ্ট আসে নষ্ট হবার কষ্টে হাসে কষ্টরাও অট্রহাসি ভালোবাসে ভালোবাসে! কষ্ট লিখি যখন, কবিতা লিখি তখন।। রচনাকালঃ ১৮-০৭-২০১৩...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।