ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ ১. টু-উ বলে ডেকে ওঠে নিশাচর পাখি আড়মোড়া ভাঙে দুই আধবোঁজা আঁখি। ২. নপুংসক সময় বেঘোরে ঘুমায় ও ঘরে দরজার ওপাশ তোলে মৃদু ফিসফাস জোস্নাস্নানে নিমগ্ন আবক্ষ ছায়ামূর্তি শুধু ধনুকের ছিলার মতোন বেঁকে বেঁকে যায়। ৩. ভাঙে ভুল, ভাঙে আড়ি কাঁপে নখ, কাঁপে নাড়ি আঁধারের নীরবতা খুলে জিপলক আকণ্ঠ পান করে নিষিদ্ধ হেমলক। শেখ জলিল ৩০.০৬.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।